আজ ২৯ জুলাই, মোহনবাগান দিবস। এদিন মোহনবাগান সমর্থকদের কাছে আবেগের দিন। ১৯১১ সালে ২৯ জুলাই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করেছিল মোহনবাগান।
১৯১১-র সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটি বাঙালির মনে জ্বলজ্বল করছে। স্বর্ণাক্ষরে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল, শিবদাস, মনমোহনদের নাম।ব্রিটিশদের হারানোর এই দিনকেই ২০০১ সালে প্রয়াত তৎকালীন বাগান সচিব অঞ্জন মিত্র মোহনবাগান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন।
মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই দিনে। বিভিন্ন অনুষ্ঠানও হয়। এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়া এবারে প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেন, সেরা সমর্থক বাপি মাঝি, অজয় পাশওয়ান। সেরা হকি প্লেয়ায় সৌরভ পাশিম, মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিক হচ্ছেন দেবাশিস দত্ত, সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পাচ্ছেন সৌরভ পালসেরা।
সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রয়াত বিমল মুখোপাধ্যায়, সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট।
অমর একাদশের মূর্তি বসার পরে এটাই প্রথম মোহনবাগান দিবস। মোহনবাগান লেন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যান গ্রুপ মোহনবাগান দিবস পালন করে আজ। এবার আবার মোহনবাগানের সিনিয়র দল মোহনবাগান দিবসেই নিজেদের অনুশীলন শুরু করল নতুন কোচ মোলিনার অধীনে। বিকালে শুরু মূল অনুষ্ঠান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন