আইপিএলে কোনো দল পায়নি চেতেশ্বর পূজারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলেও জায়গা হয়নি তাঁর। তাই চেতেশ্বর পূজারা পাড়ি জমাচ্ছেন ইংল্যান্ডে কাউন্টি খেলতে। আগেই নিশ্চিত হয়েছে সাসেক্সের সাথে চুক্তি। তবে সবকিছু ঠিকঠাক চললেও বাধ সেধেছে ভিসা সমস্যা। এখনও পর্যন্ত ইংল্যান্ডের ভিসা না পাওয়ায় সাসেক্সের হয়ে প্রথম ম্যাচে নামা হচ্ছে না চেতেশ্বরের। যত দ্রুত সম্ভব পূজারাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সমস্ত প্রয়াস চালাচ্ছে সাসেক্স।
চেতেশ্বর পূজারার সঙ্গে এই মরশুমের জন্য চুক্তি করেছে সাসেক্স। এই ক্লাবের হয়ে প্রথম ছ'টি কাউন্টি ম্যাচ খেলার কথা ছিলো তাঁর। সেইসঙ্গে পরের মরশুমের শেষ দিকে রয়েল লন্ডন কাপ এবং কিছু চারদিনের ম্যাচ খেলার জন্য চুক্তি করেছে সাসেক্স। কিন্তু ৭ ই এপ্রিল নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে নিজেদের প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশীপে সাসেক্সের হয়ে খেলতে পারবেন না পূজারা। বাকি পাঁচ ম্যাচে খেলতে পারবেন বলে জানা গিয়েছে।
সাসেক্স পারফরম্যান্স ডিরেক্টর কিথ গ্রিনফিল্ড জানান, "বর্তমান পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের দলে নেওয়াটা এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা পূজারার সাথে প্রাথমিক চুক্তির পর আবারও নতুন চুক্তি করি যাতে ও আরও বেশি কাউন্টি ম্যাচ ও ৫০ ওভারের ম্যাচ খেলতে পারে এবং এর ফলেই ভিসার প্রয়োজনীয়তা বদলানোর ফলেই সমস্যা। এই সপ্তাহের শেষ দিকে পূজারা দলের সাথে যোগ দেবেন।"
এই মরশুমের প্রথম রাউন্ডের পাঁচ কাউন্টি ম্যাচ খেলবেন পূজারা। অজি তারকা ট্রাভিস হেডের বদলে বিদেশি কোটায় এবার পূজারাকে সই করেছে সাসেক্স। হেড বাড়তি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি তাঁর আগত সন্তানের জন্য এবার কাউন্টি খেলছেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন