এশিয়ান গেমসকে কেন্দ্র করেও নিউ দিল্লি ও বেজিং-র তিক্ততা প্রকাশ্যে। ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার প্রতিবাদে চীন সফর বাতিল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চীন সম্পর্ক সকলেরই জানা। এবার সেই আঁচ পড়লো এশিয়ান গেমসে। জানা যাচ্ছে ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাঁরা সকলেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। আর চীন অরুণচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজ করা হয়েছে বলে নিউ দিল্লি দাবি করেছে।
এই ঘটনার প্রতিবাদে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যাতে লেখা রয়েছে, অরুণাচল প্রদেশের বাসিন্দা হওয়ার কারণে চীন ভারতের ৩ উশু খেলোয়াড়কে ভিসা দেয়নি। কিন্তু অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চীন ইচ্ছাকৃতভাবে এবং বেছে বেছে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদেরই বাধা দিয়েছে। যা ১৯তম এশিয়ান গেমসের মাহাত্ম্য এবং স্পোর্টিং স্পিরিটকে নষ্ট করছে। চীনের এই কাজের প্রতিবাদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এশিয়ান গেমসের জন্য চীন সফর বাতিল করেছেন।
উল্লেখ্য, এশিয়ান গেমসের জন্য ভারতের ১৩ জন সুযোগ পেয়েছিলেন। যার মধ্যে ছিলেন ওয়াংশু, ওনিলু তেগা এবং মেপাং লামগু এই তিন ক্রীড়াবিদও ছিলেন। বুধবার তাঁদের চীনে যাওয়ার কথা ছিল। চীনের তরফ থেকে ভিসা দেওয়া হয়নি। কিন্তু বাকি সদস্যদের ছাড়পত্র দেয় চীনের বিদেশ মন্ত্রক। ভিসা না মেলায় ওই তিন ক্রীড়াবিদ এশিয়ান গেমস থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও চীন ভিসা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি পরে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২৮ আগস্ট প্রকাশিত ২০২৩ সালের নয়া সাধারণ মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও লাদাখের আকসাই চীনকে সরাসরি নিজেদের অংশ বলে দাবি করে চীন সরকার। অরুণাচল প্রদেশের উপর প্রথম থেকেই নজর রয়েছে চীন সরকারের। ভারতের এই রাজ্যকে চীন বরাবরই ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে এসেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন