মালয়েশিয়া ওপেনের ফাইনালে উঠলো সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। কোরিয়ান প্রতিপক্ষকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জয়ে আরও এক ধাপ উঠলো ভারতীয় তারকা ব্যাডমিন্টন জুটি।
সাত্ত্বিক-চিরাগের অশ্বমেধের ঘোড়া যেন থামার নয়। মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও চলে ভারতীয় জুটির দাপট। শনিবার মালয়েশিয়া ওপেনের সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল সাত্ত্বিক-চিরাগ জুটি এবং দক্ষিণ কোরিয়ার এম এইচ কাং-এস জে সেও জুটি। প্রথম সেটে ২১-১৮ ব্যবধানে কোরিয়ান প্রতিপক্ষকে হারায় ভারতীয় জুটি। প্রথম সেটে দুই পক্ষই দুরন্ত প্রদর্শন করে।
দ্বিতীয় সেটে প্রথম থেকেই দাপট দেখাতে থাকে কোরিয়ান জুটি। চিরাগ-সাত্বিক জুটির কাছ থেকে লাগাতার পয়েন্ট নিতে থাকেন এম এইচ কাং-এস জে সেও জুটি। একটা সময় ২০-১৪ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে ভারতীয় জুটি। পরপর ৮ পয়েন্ট নিয়ে চিরাগ-সাত্ত্বিক জুটি দ্বিতীয় সেট জেতে ২২-২০ ব্যবধানে।
ভারতীয় তারকা জুটির খেলা দেখে অনেকেই কার্যত অবাক হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, অনবদ্য এবং অসাধারণ। আবার কেউ লেখেন ভাবাই যায় না এইভাবে কামব্যাক করবে ভারত।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে চীনের সি ওয়াং-ডব্লিউ কে লিয়াং জুটি এবং জাপানের ওয়াই কোবায়াশি-টি হোকি জুটি। এই দুই জুটির মধ্যে যারা জিতবে তাদের সাথে ফাইনাল খেলবে ভারতীয় জুটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন