তাইওয়ানের প্রতিপক্ষকে হারিয়ে ফরাসি ওপেন জিতলেন চিরাগ-সাত্ত্বিক জুটি। ৩৭ মিনিটেই ফাইনাল ম্যাচ শেষ করেন এই তারকা ভারতীয় জুটি। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ফরাসি ওপেন জিতলেন চিরাগ-সাত্ত্বিক।
ভারতীয় ব্যডমিন্টনকে কার্যত অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন চিরাগ এবং সাত্ত্বিক। তাইওয়ানের লি ঝে-হুয়েই এবং ইয়াং পো-সুয়ান জুটিকে ২১-১১ এবং ২১-১৭ ব্যবধানে হারায় চিরাগ-সাত্ত্বিক জুটি।
প্রথম সেটের শুরু থেকেই দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও পরে পিছিয়ে যায় তাইওয়ান। একসময় ম্যাচ চলছিল ৪-৪ পয়েন্টে। সেখান থেকে একের পর এক শক্তিশালী স্ম্যাশে প্রতিপক্ষকে উঠে দাঁড়াতে দেয়নি ভারতীয় জুটি। প্রথম সেট জেতে ২১-১১ ব্যবধানে।
দ্বিতীয় সেটে খেলায় ফেরার চেষ্টা করে তাইওয়ানের লি ঝে-হুয়েই এবং ইয়াং পো-সুয়ান জুটি। ৫-৩ এগিয়ে ছিল তাইওয়ান। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলায় ফেরেন চিরাগ-সাত্ত্বিক। দ্বিতীয় সেট ভারত জেতে ২১-১৭ ব্যবধানে। ৩৭ মিনিটেই চ্যাম্পিয়ন হয় ভারতীয় তারকা জুটি।
এই নিয়ে মোট দু'বার ফরাসি ওপেন জিতলো ভারতীয় জুটি। ২০২২ সালে প্রথম ফরাসি ওপেনের শিরোপা জেতেন চিরাগ-সাত্ত্বিক। ভারতের এই জয় প্যারিস অলিম্পিকের আগে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই ক্রীড়াবিদরা মনে করছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন