সাত্ত্বিক-চিরাগ জুটির মুকুটে নতুন পালক। পুরুষদের ডাবলসে চীনের রেন জিয়াং ইউ ও ট্যান কুইয়াংকে হারিয়ে সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের (Swiss Open Super 300) খেতাব জিতলেন ভারতের তারকা জুটি। ৫৪ মিনিটের লড়াইয়ে বিশ্বের ২২ নম্বর জুটিকে স্ট্রেট সেটে হারালেনটুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ও বিশ্বের ষষ্ঠ ডাবলস জুটি সাত্ত্বিক-চিরাগ। ফাইনালে ভারতীয় জুটির পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২৪-২২।
গত সপ্তাহেই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল সাত্ত্বিক-চিরাগকে। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে এই মরশুমের প্রথম খেতাব জিতলেন ভারতীয় জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চীনা প্রতিপক্ষর বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে রবিবার ভারতকে সুখবর দিলেন সাত্ত্বিক-চিরাগ।
সামগ্রিকভাবে সাত্ত্বিক-চিরাগ জুটির এটি ওয়ার্ল্ড ট্যুরে পঞ্চম খেতাব জয়। ২০১৮ সালে হায়দরাবাদ ওপেন জয়ের পর ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন জেতে এই জুটি। পাশাপাশি গতবছর ইন্ডিয়া ওপেন এবং ফরাসী ওপেন জেতেন এই জুটি। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সাত্ত্বিক-চিরাগের হাত ধরে সোনা এসেছিল ভারতে।
পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ ব্যাডমিন্টন জুটি এর আগে ওং ইয়েউ সিন এবং তেও ই ইয়ের মালয়েশিয়ান জুটিকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। বিশ্বের ছয় নম্বর ভারতীয় ডাবলস জুটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক সেমিফাইনাল ম্যাচে বিশ্বের আট নম্বর প্রতিপক্ষকে ২১-১৯, ১৭-২১, ২১-১৭ গেমে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন