'অ্যাশেজের থেকেও বড় ভারত-পাক ম্যাচ' - বিশ্বকাপ নিয়ে আর কী বললেন 'ইউনিভার্স বস'?

গেইল বলেন, আসন্ন বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে বুমরাহর দিকে নজর রাখতেই হবে। আমি নিশ্চিত যে তিনি বিশ্বকাপে খেলবেন। তিনি এবং সূর্যকুমার যাদব ভারতের 'কি প্লেয়ার' হতে পারেন।
ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তানগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

অ্যাশেজের থেকেও ভারত-পাকিস্তান ম্যাচ তাঁর কাছে 'বড়'। বিশ্বকাপের আগে এমনটাই বললেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইল।

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ (ওয়ান ডে)। আর বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ যে ক্রিকেট ভক্তদের বাড়তি পাওনা তা বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইলও ভারত-পাক ম্যাচ নিয়ে উৎসাহিত। ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ অ্যাশেজের থেকেও বড়। বিশ্বের প্রায় কোটি কোটি মানুষ ১৫ অক্টোবর মাঠে এবং টিভির পর্দাতে চোখ রাখবেন। আমিও দেখার জন্য মুখিয়ে রয়েছি। দেখা যাক কী হয়'।

তিনি এও বলেন, আসন্ন বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে বুমরাহর দিকে নজর রাখতেই হবে। আমি নিশ্চিত যে তিনি বিশ্বকাপে খেলবেন। তিনি এবং সূর্যকুমার যাদব ভারতের 'কি প্লেয়ার' হতে পারেন।

আগামী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের বিশ্বকাপের। ১৫ অক্টোবর এই আমেদাবাদেই পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত বাহিনী। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। মুম্বইতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। ১৯ নভেম্বর আমেদাবাদে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল।

অন্যদিকে ভারত-পাক ম্যাচ নিয়ে চিন্তায় পাকিস্তান। পাক বোর্ডের তরফ থেকে নিরাপত্তার প্রশ্ন বার বার তোলা হচ্ছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশ্বকাপের আগে পাক প্রতিনিধি দল ভারতে এসে প্রতিটি ভেন্যু খতিয়ে দেখবে। পাক বোর্ডের চেয়ারম্যান বলেন, আমাদের একটি প্রতিনিধি দল ভারতে যাবে। সেখানকার আধিকারিকদের সাথে কথা বলে আমাদের খেলোয়াড়, মিডিয়া পার্সন ও সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন।

ভারত বনাম পাকিস্তান
ICC World Cup 23: কোথায়, কীভাবে কাটবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিট?
ভারত বনাম পাকিস্তান
Ambati Rayudu: এবার রাজনীতির ময়দানে অম্বতি রায়ডু! কোন দলে যোগ দিচ্ছেন তিনি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in