চেন্নাইয়ে অনুষ্ঠিত হলো আইপিএলের ১৪ তম সংস্করণের নীলাম। গতবার আইপিএলের স্পনসরশিপ দেওয়া হয়নি VIVO কে। তার কারণ ছিলো গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ নিয়ে টাল মাটাল পরিস্থিতি। অবশেষে আসন্ন আইপিএলে চীনা কোম্পানি VIVO কেই দেওয়া হচ্ছে স্পনসরশিপ। ২০২১ সালে অনুষ্ঠিত আইপিএল VIVO IPL নামেই সামনে আসবে।
চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের 'মিনি অকশানে' এদিন বাজি মারলেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। অতীতের সব রেকর্ড ভেঙে মরিস হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে নীলামে ওঠা সবচেয়ে দামী ক্রিকেটার। ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় এই দক্ষিণ আফ্রিকানকে কিনে নিলো রাজস্থান রয়্যালস।
নিউজিল্যান্ডের কাইল জেমিসনকে ১৫ কোটি টাকায় দলে নিলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আরসিবি এদিন ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। স্টিভ স্মিথ গেলেন দিল্লিতে। ২ কোটি ২০ লক্ষ টাকা দাম পেলেন এই অজি তারকা।
শাকিব-আল হাসান ফিরে এলেন তাঁর পুরোনো ক্লাবে। কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনলো বাংলাদেশী তারকাকে। ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলিকে নিলো চেন্নাই। মইনের জন্য ৭ কোটি টাকা দাম দিলো হলুদ শিবির।
আসন্ন আইপিএলের নিলামে সবচেয়ে বেশি চর্চা চলছিলো যাকে নিয়ে তিনি হলেন ডেভিড মালান। কিন্তু মালানকে নিতে উৎসাহ দেখাই গেলোনা ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে। মাত্র ১ কোটি ৫০ লক্ষ টাকায় এই ইংলিশ ব্যাটসম্যানকে পেয়ে গেলো প্রীতির পাঞ্জাব। অজি পেসার ঝে রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় নিলো প্রীতির দল। নাথান কুল্টারনাইল গেলেন মুম্বই ইন্ডিয়ানসে। তাঁর জন্য বিড উঠলো ৫ কোটি।
বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান পেলেন দল। ১ কোটি টাকায় তাঁকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। রাজস্থান শিবম দুবেকে নেয় ৪ কোটি ৪০ লক্ষ টাকায়।
কৃষ্ণাপ্পা গৌতমকে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় কিনলো সিএসকে। চেতেশ্বর পূজারাও পেলেন দল। চেন্নাই সুপার কিংস পূজারার বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই কিনলেন তাঁকে।
এবারের নীলামে সবথেকে বেশি যাকে নিয়ে চর্চা হয়েছিলো তিনি অর্জুন তেন্ডুলকর। ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে দিনের শেষে বেস প্রাইস ২০ লক্ষ টাকাতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন