তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তাঁর বাসভবনের ধ্বংসাবশেষ থেকে প্রায় দু'সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে তারকা ফুটবলারের নিথর দেহ। এর আগে আতসুর ক্লাব হাতায়স্পোর থেকে জানানো হয়েছিল, ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তবে এবার চেলসির প্রাক্তন এই ফুটবলারের এজেন্ট জানিয়ে দিলেন, ধ্বংসস্তূপেই মৃত্যু হয়েছে তাঁর।
পোর্তো, চেলসি, এভারটন, নিউক্যাসল ইউনাইটেডের মতো বিখ্যাত ক্লাবগুলোতে খেলা আতসু ভূমিকম্পের দিন থেকেই নিখোঁজ ছিলেন। কয়েক দিন নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর এজেন্ট জানান, সেই খবর মিথ্যে। অবশেষে সামনে এলো তাঁর মৃত্যুর খবর।
আতসুকে উদ্ধার করার জন্য তাঁর ক্লাব হাতায়স্পোর কোনোরকম চেষ্টা করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এজেন্ট নানা সেচেরে। তিনি বলেন, "খুবই দুর্ভাগ্য যে আতসুকে খোঁজার কোনও চেষ্টাই করেনি তুরস্কের ক্লাবটি। স্থানীয় ক্লাবটি যদি সাহায্য করত ওকে খুঁজে বের করার, তাহলে অনেক সহজ হত।"
অন্যদিকে হাতায়স্পোর সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লিখেছে, "আমাদের ক্লাবের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছে। তাঁর শেষকৃত্যের জন্য দেহ ঘানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। আমাদের দুঃখ বর্ণনা করার জন্য কোনও শব্দ নেই। শান্তিতে বিশ্রাম নাও আতসু।"
শুধু আতসু নয়, ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলানও। তিনি খেলতেন দ্বিতীয় ডিভিশন ক্লাব মালাতিয়াস্পরের হয়ে। গত ৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর খবর সামনে আসে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন