'চুনী দা ভারতীয় ফুটবলের ব্র্যাডমান': মোহনাবাগান গেট উদ্বোধনে এসে মন্তব্য গাভাসকরের

গাভাসকর বলেন, উনি ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডমান। আমাকে উনার নামের গেটের উদ্বোধন করার সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
মোহনবাগান গেট উদ্বোধন করছেন
মোহনবাগান গেট উদ্বোধন করছেন ছবি - সংগৃহীত
Published on

চুনী গোস্বামীর নামাঙ্কিত পালতোলা নৌকার আদলে মোহনবাগান গেট উদ্বোধন হল পয়লা বৈশাখের সকালে। উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

সানি চুনীর বিরুদ্ধে খেলছেন। তিনি পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে জানালেন, 'ভারতীয় ফুটবলের একজন আইকন চুনীদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম গৌরব ও সৌভাগ্যের। চুনীদার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল আমার। সেই ম্যাচে চুনী দাকে ভুল আউট দেওয়া হয়। উনি ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডমান। আমাকে উনার নামের গেটের উদ্বোধন করার সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।'

এরপর গাভাসকর জানালেন, আমার ছেলে রোহন ফুটবলের বড় ফ্যান। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে দারুণ খুশি হয়েছিল। রোহন কলকাতাকে আমার থেকেও খুব ভালো করে জানে। আমি জানি যে ও কত সময় কলকাতায় কাটিয়েছে। আমিও কলকাতাকে ভালবাসি। রোহনের হৃদয়ে রয়েছে কলকাতা।'

এদিন গাভাসকর ছাড়াও চুনী গোস্বামী নামাঙ্কিত নতুন ফটকের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট টুটু বসু, সচিব দেবাশিষ দত্ত সহ আরও অনেকে। এছাড়াও এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন দিব্যেন্দু বিশ্বাস, জেভিয়ার পায়াস, সত্যজিৎ চ্যাটার্জি সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার।

মোহনবাগান গেট উদ্বোধন করছেন
IPL 2023: ‘ক্রিকেটের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি, রিঙ্কুও আর কখনো পারবেন না’ - বীরেন্দ্র শেহওয়াগ
মোহনবাগান গেট উদ্বোধন করছেন
IPL 2023: 'কখনও এই পরিস্থিতিতে পড়েননি...' - কিউই পেসারকে পাল্টা জবাব কোহলির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in