MCC-র ২৩৪ বছরের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হলেন Clare Connor

কয়েকদিন আগেই MCC এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। লিঙ্গবৈষম্য দূর করতে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সেই MCC প্রথম মহিলা সভাপতি নিযুক্ত করে ফের চমক দেখালো।
Clare Connor
Clare Connorছবি সংগৃহীত
Published on

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২৩৪ বছরের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হলেন ক্লেয়ার কনর (Clare Connor)। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির তরফ থেকে প্রাক্তন অ্যাশেজ জয়ী ব্রিটিশ অধিনায়ক কনরকে দেওয়া হয়েছে সভাপতিত্বের আসন। শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হলেন তিনি।

গুরু দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কনর নিজেকে সম্মানিত মনে করেছেন। সেইসঙ্গে নিজের সমস্ত অভিজ্ঞতা দিয়ে কমিটিকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন ৪৫ বর্ষীয় প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার।

কয়েকদিন আগেই এমসিসি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। লিঙ্গবৈষম্য দূর করতে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সেই এমসিসি প্রথম মহিলা সভাপতি নিযুক্ত করে ফের চমক দেখালো।

গতবছরই এমসিসির বার্ষিক সাধারণ সভায় সভাপতির জন্য মনোনীত হয়েছিলেন কনর। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। তাই কুমার সাঙ্গাকারার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছিলো। তবে এবার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হলেন ইংল্যান্ডের মহিলাদলের প্রথিতযশা প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কনর।

মাত্র ১৯ বছর বয়সেই ইংল্যান্ড ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন এই অলরাউন্ডার। দেশের জার্সিতে ৫ বছর খেলার পর ২০০০ সালে অধিনায়কত্বও সঁপে দেওয়া হয় তাঁর হাতে। কনরের হাত ধরেই দীর্ঘ ৪২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ জেতে ব্রিটিশ মহিলা দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মহিলাদের ক্রিকেট ডিরেক্টরের পদেও নিযুক্ত রয়েছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in