হতাশ করলেন না গতবারের চ্যাম্পিয়ন বজরং পুনিয়া। প্রত্যাশা মতোই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিলেন এই কুস্তিগীর। শুক্রবার কুস্তি থেকে দেশকে প্রথম পদক এনে দেন অংশু মালিক। মেয়েদের ৫৭ কেজি বিভাগে রূপো জেতেন অংশু। তার অল্পসময় পরেই বজরং পুনিয়ার হাত ধরে সোনা এলো দেশে।
৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন বজরং। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না ভারতীয় কুস্তিগীর।ইংল্যান্ডের জর্জ র্যামকে ১০-০ হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন বজরং। তার আগে কোয়ার্টার ফাইনালে মরিশাসের জঁ গাইলিয়ানেকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি।
শুক্রবার কুস্তিতে ভারতের পদকের খাতা খোলে অংশু মালিকের হাত ধরে। নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে ফাইনালে ৭-৩ ব্যবধানে হেরে রূপো জেতেন অংশু।
প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন অংশু মালিক। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার ইরেনে সিমেয়নিদিসকে ১০-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি। ফাইনালের টিকিটের জন্য শ্রীলঙ্কার নেথমি পরুথোটেগকে হারিয়ে পদক নিশ্চিত করেছিলেন ভারতের প্রতিভাবান মহিলা কুস্তিগীর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন