কুস্তিতে সোনার হ্যাটট্রিক করলো ভারত। অংশু মালিক রূপো জিতে কুস্তিতে পদকের খাতা খুলেছিলেন। এরপর প্রথম সোনা জেতেন বজরং পুনিয়া। বৃহস্পতিবার বজরং-এর পর আরও দুটি সোনা এলো ভারতের ঝুলিতে। মহিলাদের ৬২ কেজি বিভাগের ফ্রি-স্টাইল কুস্তিতে সোনা জিতলেন সাক্ষী মালিক এবং পুরুষদের ৮৬ কেজি বিভাগে সোনা জিতলেন দীপক পুনিয়া।
কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে হারিয়ে সোনা জিতলেন সাক্ষী। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে বাজিমাৎ করেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাক্ষী। এই প্রথমবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন তিনি। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রূপো এবং ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সাক্ষী।
সাক্ষীর পর সোনা জিতলেন দীপক পুনিয়াও। ৮৬ কেজি বিভাগে পাক প্রতিপক্ষ মহম্মদ ইনামকে হারিয়ে দেশের হয়ে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৯ নম্বর সোনা জিতেনিলেন দীপক। ম্যাচের ফল ভারতীয় তারকার পক্ষে ৩-০। এশিয়ান চ্যাম্পিয়নশীপে রূপো জয়ী হরিয়ানার এই কুস্তিগীর প্রথমবার কমনওয়েলথ গেমসে সোনার পদক গলায় ঝোলালেন।
বৃহস্পতিবার কুস্তিতে দেশকে প্রথম পদক এনে দেন অংশু মালিক। মহিলাদের ৫৭ কেজি বিভাগে রূপো জেতেন তিনি। ফাইনালে অল্পের জন্য নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে না হারলে তাঁর হাত থেকেও সোনা আসতো।
এদিন কুস্তি থেকে দেশকে প্রথম সোনা এনে দেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন বজরং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন