কমনওয়েলথ গেমসের ভারোত্তলন দেশকে সোনা এনে দিয়েছেন মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুঙ্গা, বাংলার ছেলে অচিন্ত্য শিউলি। তাদের হাত ধরে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশীপেও পদক জয়ের প্রত্যাশা ছিল। তবে বাহারিনের মানামেতে ৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নশীপে অংশ নেবেন না ভারতের শীর্ষ আট ভারোত্তোলক। যার মধ্যে রয়েছেন সোনা জয়ী এই তিন তারকাও।
এশিয়ান চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়ার পরিবর্তে মীরাবাঈ চানুরা পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পদক জয়ী মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুঙ্গা, অচিন্ত্য শিউলি, সঙ্কেত সরগর, বিন্দিয়ারানি দেবী, গুরদীপ সিং, গোল্ড কোস্ট কমনওয়েলথে পদকজয়ী আর ভি রাহুল ও এশিয়ান চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদকজয়ী ঝিল্লি দালাবেহরা সাড়ে তিন সপ্তাহ ধরে অনুশীলন চালাবেন যুক্তরাষ্ট্রে।
ভারতের জাতীয় ভারোত্তোলক কোচ বিজয় শর্মা জানিয়েছেন, "আমাদের লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নশীপ। কারণ ওর মধ্যে দিয়েই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা যাবে।" তাই যেসমস্ত ভারোত্তোলক কমনওয়েলথ গেমস থেকে ফিরেছেন, তাদের এশিয়ান চ্যাম্পিয়নশীপে পাঠানো হবে না বলে জানিয়েছেন বিজয় শর্মা। পরিবর্তে ভারতের 'বি'-দল যাবে এশিয়ান চ্যাম্পিয়নশীপে।
বিশ্ব চ্যাম্পিয়নশীপকে লক্ষ্য করেই প্রস্তুতি শুরু করছেন ভারতীয় ভারোত্তোলকরা। এই টুর্নামেন্টকেই অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য পাখির চোখ করছেন তাঁরা। উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের ৫ থেকে ১৫ তারিখ কলোম্বিয়ার বাগোটায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশীপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন