ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা দানি আলভাজকে সাময়িক জামিন দেবে স্পেনের আদালত। মোটা অঙ্কের জরিমানার বদলে জামিন পাবেন আলভেজ।
বুধবার স্পেনের বার্সেলোনার এক আদালত নির্দেশ দেয়, ধর্ষণ মামলায় চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সাময়িক সময়ের জন্য জামিন মঞ্জুর করা হবে আলভেজের। আদালতের শর্তে বলা হয়েছে ১ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকারও বেশি) বদলে এই জামিন দেওয়া হবে প্রাক্তন তারকাকে।
পাশাপাশি দানিকে স্পেন এবং ব্রাজিলের পাসপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে এবং স্পেন ছেড়ে অন্যত্র যেতে পারবেন না আলভেজ। সপ্তাহে একদিন আদালতে হাজিরা দিতে হবে। মঙ্গলবারই জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্ত ফুটবলারের আইনজীবী।
প্রসঙ্গত, স্পেনের এক আদালতের বিবৃতিতে বলা হয়, তথ্য প্রমাণ বিচার করে এটা স্পষ্ট যে নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত ফুটবলার। তাছাড়া মামলাকারীর সাক্ষ্য ছাড়াও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি আলভেজকে ওই নির্যাতিতাকে ১ লক্ষ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।
২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার এক নৈশক্লাবে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে আলভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে তারকা ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১ বছর পর মামলার রায় দেয় আদালত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন