ICC T-20 WC 2022: চাহারের চোট নিয়ে ধোঁয়াশা, টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে এগিয়ে মহম্মদ শামি!

বুমরাহ ছিটকে যাওয়ায় দীপক মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু গুরুতর চোট থাকলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেন বাংলার মহম্মদ শামি।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি
জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিছবি - সংগৃহীত
Published on

প্রথমে রবীন্দ্র জাদেজা এবং পরে জসপ্রীত বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে ভারত। এবার বিশ্বকাপের দোরগোড়ায় এসে ফের চোটের কবলে দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে খেলতে পারেননি তিনি।

অনুমান করা হচ্ছে বাকি দুই ম্যাচেও দেখা যাবেনা তাঁকে। যদিও বিসিসিআই-এর তরফ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। চাহারের চোট নিয়েও রয়েছে ধোঁয়াশা। বুমরাহ ছিটকে যাওয়ায় দীপক চাহার মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু গুরুতর চোট থাকলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেন বাংলার মহম্মদ শামি

চাহারের চোট নিয়ে চলছে জল্পনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের আগে অনুশীলনে নাকি পা মচকে যায় চাহারের। তবে বোর্ডের এক সূত্র মারফত খবর পিঠে চোট রয়েছে তাঁর। তবে বিসিসিআই-এর এক সূত্র মারফত জানা গিয়েছে চাহারের চোট গুরুতর নয়। কয়েকদিন বিশ্রাম নিলেই ফিট হয়ে উঠবেন তিনি।

চাহার নাকি মহম্মদ শামি, বুমরাহর পরিবর্ত হিসেবে বিশ্বকাপে কাকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে লড়াইয়ে এগিয়ে রয়েছেন মহম্মদ শামিই। বুমরাহ না থাকায় তাঁর পরিবর্তে অভিজ্ঞ যদি কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হয় তবে শামির বিকল্প নেই বলেই মনে করছেন দেশের ক্রিকেট বোদ্ধারা।

দীপক চাহার বছরের শুরুতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান। তারপর আবার ফিরে এসেই নজরকাড়া পারফর্ম্যান্স করেন। অল্পের জন্য বিশ্বকাপের মূল দলে সুযোগ পাননি। তবে তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও রয়েছেন চাহার। তবে প্রথম ওডিআই খেলতে পারেননি। সম্ভবত বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চাহারের চোট পাওয়াটা ভারতের কাছে নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি
Indian Super League 2022: মরশুমের প্রথমেই জ্বলল না মশাল, কেরালার কাছে ৩-১ গোলে হার ইস্টবেঙ্গলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in