সাইনা নেওয়ালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এবার তীব্র সমালোচনার জেরে ক্ষমা চাইতে বাধ্য হলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী।
নিজের ভুল বুঝতে পেরে তরুণ ক্রিকেটার রঘুবংশী সোশ্যাল মিডিয়ায় সাইনা নেওয়ালকে উদ্দেশ্য করে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। রঘুবংশী লেখেন, আমি দুঃখিত। আমি মজার ছলেই মন্তব্যটি করেছিলাম। কিন্তু আমার কথায় অনেকেরই খারাপ লেগেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া নিয়ে অনেক ক্রীড়াবিদই ভারতের ক্রীড়া ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টি। তাঁকে সমর্থন করেছিলেন ভারতের তারকা শাটলার সাইনা নেওয়াল।
সাইনা বলেছিলেন, ভারতের ক্রীড়া ব্যবস্থা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন তুলতে ইচ্ছা করে। ভারতীয় ক্রিকেট দল জিতেছে অবশ্যই গর্বের। ভারতবাসী হিসেবে সকলে আনন্দ করেছি। কিন্তু দেশ বা বিদেশের মাটিতে ভারতের সম্মান আমরাও উজ্জ্বল করি। তবে আমরা ছাড়াও আরও অনেক ক্রীড়াবিদ রয়েছেন যাঁরা পদক জিতছেন। তাঁদের কথা কেউ জানতে চান না। আমি, নীরজ চোপড়া বা অন্যান্য পরিচিত ক্রীড়াবিদরা কী করছেন সেটাই খবর হয়। অন্যান্য ক্রীড়াবিদদের খবরটাও নেওয়া উচিত। ভারতে ক্রীড়া সংস্কৃতি নেই।
সাইনার এই মন্তব্যের পরই কটাক্ষ করেন নাইট ব্যাটার রঘুবংশী। তিনি বলেছিলেন, জসপ্রীত বুমরাহ যখন ওর মাথা লক্ষ্য করে ফাস্ট বল করবে তখন তিনি কী করবেন সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন