আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন ডি মারিয়া। আগেই তিনি জানিয়েছিলেন, কোপা আমেরিকার ফাইনাল ম্যাচই দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। চ্যাম্পিয়ন হয়েই নিজের স্বপ্নপূরণ করলেন মেসির সতীর্থ।
আর্জেন্টাইন ফুটবল দলে বর্তমানে মেসির পরেই যাঁর নাম আসে তিনি হলেন ডি মারিয়া (গোলরক্ষক বাদে)। আর্জেন্টিনার কোপা জয়, বিশ্বকাপ জয় হোক বা অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ হোক ডি মারিয়া জ্বলে উঠবেনই। মেসিকে বল পাস দেওয়ার অন্যতম সেরা ফুটবলার তিনি। সেই ডি মারিয়াই সোমবার (ভারতীয় সময় অনুযায়ী) দেশের হয়ে শেষ ম্যাচ খেললেন। আর তাঁকে আর্জেন্টাইন জার্সিতে দেখা যাবে না।
কলোম্বিয়াকে হারানোর পর ডি মারিয়া জানান, "আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা কোপা আমেরিকার ফাইনালে উঠবো এবং চ্যাম্পিয়ন হব। সেটাই হয়েছে। চ্যাম্পিয়ন হয়েই অবসর নেব। এর থেকে আর ভালো কী হতে পারে? এটা খুব কঠিন মনে হচ্ছে আমার কাছে"।
তিনি আরও জানান, "জাতীয় দলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সতীর্থদের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়বে। এতদিন যাঁরা আমাকে সমর্থন করে এসেছেন তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ"।
পাশাপাশি কোপা জয় নিয়ে ডি মারিয়া জানান, ফাইনালে ওঠা এবং ট্রফি জয় সহজ কাজ নয়। কিন্তু ছেলেদের অক্লান্ত পরিশ্রম কাজে দিয়েছে। এর আগেও আমরা কোপা জিতেছি, বিশ্বকাপ জিতেছি। সকল সতীর্থই সমানভাবে লড়াই চালিয়েছিল। আজও তাই করেছি। খেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ হাল ছাড়িনি।
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন ডি মারিয়া। ২০০৭ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ২০০৮ সালে অলিম্পিকে নাইজেরিয়াকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছিল আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ডি মারিয়াকে গোলের জন্য বল বাড়িয়েছিলেন লিও মেসি।
২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। দেশের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩১টি। এছাড়া ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডি মারিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন