Copa America 2024: কোপা চ্যাম্পিয়ন হয়ে 'বিশ্বরেকর্ড' মেসির! টপকালেন ব্রাজিলিয়ান তারকাকে

People's Reporter: মেসির ৪৫টি খেতাবের মধ্যে দেশের হয়ে ৬টি খেতাব রয়েছে। ১টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, ১টি ফাইনালিসিমা, ২০০৮ অলিম্পিকে দেশের হয়ে গোল্ড মেডেল এবং ২০০৫ অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জয়।
২০২৪ কোপা আমেরিকা জয় আর্জেন্টিনার
২০২৪ কোপা আমেরিকা জয় আর্জেন্টিনারছবি - সংগৃহীত
Published on

২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ভাঙলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের খেতাব জয়ের রেকর্ড। ক্লাব এবং দেশ মিলিয়ে সর্বাধিক খেতাব জয়ের মালিক হলেন লিও।

মেসি মানেই রেকর্ড! বিশ্বফুটবলে সকলেই তা জানেন। কোপা আমেরিকা ফাইনালে পুরো ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। কিন্তু সতীর্থদের লড়াইয়ে নিজেদের ১৬তম কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা। আর মেসি এই নিয়ে মোট ৪৫টি খেতাবের মালিক হয়ে গেলেন। এর আগে যৌথভাবে ৪৪টি খেতাব জয়ের রেকর্ড ছিল দানি আলভেজ এবং মেসির।

মেসির ৪৫টি খেতাবের মধ্যে দেশের হয়ে ৬টি খেতাব রয়েছে। ১টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, ১টি ফাইনালিসিমা, ২০০৮ অলিম্পিকে দেশের হয়ে গোল্ড মেডেল এবং ২০০৫ অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জয়। এছাড়া ক্লাবের হয়ে ১০টি লা লিগা (বার্সেলোনা), ২টি লিগ ১ (পিএসজি), ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (বার্সেলোনা), ১৭টি ডোমেস্টিক কাপ (১৫টি বার্সেলোনা, ১টি পিএসজি এবং ১টি ইন্টার মিয়ামি) জিতেছেন। পাশাপাশি ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতেছেন মেসি।

উল্লেখ্য, ম্যাচের ৬৬ মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট পান লিও মেসি। চোট গুরুতর হওয়ায় মেসির পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গোঞ্জালেজ। মাঠ থেকে উঠে কান্নায় ভেঙে পড়েন মেসি। তাঁর সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলোম্বিয়ার বিরুদ্ধে লড়াই করেন সতীর্থরা। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০২৪ কোপা আমেরিকা জয় আর্জেন্টিনার
টানা দু'বার কোপা চ্যাম্পিয়ন - স্বপ্ন সত্যি করে দেশের জার্সি তুলে রাখলেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া
২০২৪ কোপা আমেরিকা জয় আর্জেন্টিনার
Wimbledon 2024: উইম্বলডনে জকোভিচ যুগের অবসান! টানা দ্বিতীয়বার খেতাব জয় কার্লোস আলকারাজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in