Copa America: প্রকাশ্যে কোপা আমেরিকার সূচি, উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা!

People's Reporter: জুন মাস থেকে শুরু হচ্ছে ৪৮তম কোপা আমেরিকা। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা
২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকাছবি - সংগৃহীত
Published on

প্রকাশ্যে চলে এলো কোপা আমেরিকার সূচি। ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২১ জুন তারিখ উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিপক্ষে থাকবে কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

জুন মাস থেকে শুরু হচ্ছে ৪৮তম কোপা আমেরিকা। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। ইতিমধ্যেই ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে দুটি দল। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচ হবে না।

গ্রুপ এ - আর্জেন্টিনা, পেরু, চিলি এবং (কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

গ্রুপ বি - মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং জামাই...

গ্রুপ সি - মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া।

গ্রুপ ডি - ব্রাজিল, কলোম্বিয়া, প্যারাগুয়ে এবং (কোস্টারিকা/হন্ডুরাস)।

একনজরে আর্জেন্টিনার ম্যাচ - ২১ জুন (কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), ২৬ জুন (চিলি) এবং ৩০ জুন (পেরু)।

ব্রাজিলের ম্যাচ - ২৫ জুন (কোস্টারিকা/হন্ডুরাস), ২৯ জুন (প্যারাগুয়ে) এবং ৩ জুলাই (কলোম্বিয়া)।

উল্লেখ্য, ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে। শেষবার অর্থাৎ ২০২১ সাল ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের সবথেকে সফল দেশ দুটি। আর্জেন্টিনা এবং উরুগুয়ে উভয়েই ১৫ বার করে শিরোপা জিতেছে।

২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা
ISL 2023-24: আরও ৩ গোলে জেতা উচিত ছিল - কেরালাকে হারিয়েও ফুটবলারদের ওপর হতাশ বাগান কোচ
২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা
UCL 2023-24: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সা-আর্সেনাল, ছিটকে গেল নাপোলি ও পোর্তো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in