ক্যাম্প ন্যূ'তে বার্সা বধ করে নয়'বছর কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিলো রিয়াল মাদ্রিদ। বার্সাকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে ধরাশায়ী করেছে কার্লো আনচেলত্তির দল। ১৯৬৩ সালের পর এই প্রথমবার বার্সেলোনার মাঠে চার গোলের ব্যবধানে জিতেছে রিয়াল। আর এই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে নজির গড়লেন লস ব্ল্যাঙ্কোসদের ফরাসী মহাতারকা করিম বেনজেমা।
১৯৬৩ সালে বার্সার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফেরেঙ্ক পুসকাস। গতরাতে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্যাম্প ন্যূ'তে হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৫০, ৫৮ এবং ৮০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন ব্যালন ডি'অর জয়ী ফরাসী মহাতারকা।
কোপ দেল রের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে এগিয়ে ছিল তারাই। কিন্তু জাভি হার্নান্দেজের সমস্ত পরিকল্পনা উল্টো-পাল্টা করে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় লস ব্ল্যাঙ্কোসরা। ৪-১ এগ্রিগেটে তারা পৌঁছে যায় ফাইনালে।
ক্যাম্প ন্যূ'তে এদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ভিনিসিয়াসের গোলেই এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে তুল্যমুল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে বার্সার ডি বক্সে একের পর এক আক্রমণ হানতে থাকেন বেনজেমা-ভিনিসিয়াসরা।
ম্যাচের ৫০ মিনিটে ক্রোয়েট মহাতারকা ভিনিসিয়াসের বাড়ানো দুর্দান্ত এক পাস থেকে গোল করে রিয়ালকে এগ্রিগেটে এগিয়ে দেন বেনজেমা। অল্প সময়ের মধ্যেই আবার পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট-কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি ফরাসী স্ট্রাইকার। এরপর ৮০ মিনিটে ভিনিসিয়াসের বাড়ানো বল থেকে গোল করে নিজের হ্যাটট্রিক করেন বেনজেমা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন