দীর্ঘ ৯ বছর পর ফের কোপা দেল'রের খেতাব ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। গতরাতে ফাইনাল ম্যাচে সেভিয়ার অলিম্পিক স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো-ভিনিসিয়াসের দাপটে ২০ তম কোপা দেল'রের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে এই ম্যাচে দুটি গোলই করেছেন রদ্রিগো।
ওসাসুনার বিপক্ষে রিয়াল যতটা সহজে জয় তুলে নেবে বলে অনুমান করা হচ্ছিল, তা অবশ্য হয়নি। দুই দলের মধ্যে লড়াই হয় বেশ হাড্ডাহাড্ডি। খেলা শুরুর দু মিনিটেই ভিনিসিয়াসের বাড়ানো পাস থেকে গোল করে রিয়ালকে লীড এনে দেন রদ্রিগো। প্রথমার্ধে এই লীড বজায় থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতা ফিরে পায় ওসাসুনা। লেফট উইং দিয়ে বল নিয়ে উঠে বক্সে ক্রস করেন পিনা। সেই ক্রস এডার মিলিতাও ক্লিয়ার করলেও বক্সের সামনে থেকে দৌড়ে এসে জোরালো এক শটে জালে জড়ান লুকাস তররো।
ওসাসুনা সমতা ফিরে পাওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা। দ্বিতীয় গোলটিও আসে রদ্রিগোর পা থেকে। আক্রমণ তৈরি করেছিলেন ভিনিসিয়াস। লেফট উইং দিয়ে বল নিয়ে উঠে বাইলাইন ধরে বক্সে প্রবেশ করেন তিনি। মাঝখান থেকে করা তাঁর ক্রস গিয়ে পড়ে জার্মান তারকা টনি ক্রুজের পায়ে। ক্রুজ সরাসরি শট নিলে ওসাসুনার ডিফেন্ডারের পায়ে লেগে তা গিয়ে পড়ে রদ্রিগোর কাছে। এবারও গোল করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান তারকা।
এই শিরোপা জয়ের সাথে সাথে বড় রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ মহাতারকা করিম বেনজেমা। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে এটি বেনজেমার ২৫ তম শিরোপা। মার্সেলোর সাথে যৌথভাবে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি গড়লেন তিনি। পাশাপাশি, এটি করিম বেনজেমার সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৩৩ তম শিরোপা। এতো শিরোপা আর কোনো ফরাসী খেলোয়াড়ের নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন