CR7: ক্লাব কেরিয়ারে ৭০০ গোলের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব কেরিয়ারের প্রথম গোলটি পেয়েছিলেন রোনাল্ডো। সেই গোলের ২০ বছর ২ দিন পর করলেন ৭০০ তম গোল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ক্লাব কেরিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ কিংবদন্তী ছাপিয়ে গেলেন সবাইকে। বিশ্ব ফুটবলে এমন নজির আর কারও নেই। রবিবার রাতে এভারটনের বিপক্ষে জয়সূচক গোলটি করেই এই নজির গড়লেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব কেরিয়ারের প্রথম গোলটি পেয়েছিলেন রোনাল্ডো। সেই গোলের ২০ বছর ২ দিন পর করলেন ৭০০ তম গোল। যার মধ্যে পাঁচটি গোল রয়েছে স্পোর্টিং লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের জার্সিতে রয়েছে ৪৫০ টি গোল, জুভেন্টাসের হয়ে করেছেন ১০১টি গোল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৪৪* টি গোল। ক্লাবের জার্সিতে গোলের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। ৬৯১ টি গোল করেছেন তিনি ।

রবিবার রাতে ২৯ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের বদলি হিসেবে রোনাল্ডোকে মাঠে নামান এরিক টেন হ্যাগ। গডিসন পার্কে ম্যাচের পাঁচ মিনিটেই অ্যালেক্সের গোলে এগিয়ে যায় এভারটন। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৫ মিনিটে সেই গোলটি পরিশোধ করেন অ্যান্থনি। এই গোলের মাধ্যমে ম্যানইউর ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে অভিষেকের পরই টানা তিন প্রিমিয়ার লীগ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এই ২২ বর্ষীয় ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

সমতা ফিরে পাওয়ার পর প্রথমার্ধেই লীড পেয়ে যায় রেড ডেভিলরা। মার্শিয়ালের বদলি হিসেবে নামা রোনাল্ডো ক্যাসিমিরোর পাস থেকে ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন। এবারের প্রিমিয়ার লীগে সাত ম্যাচে রোনাল্ডোর প্রথম গোল এটি, আর চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল।

এভারটনকে হারিয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ম্যান ইউ। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। শীর্ষে রয়েছে দুরন্ত ছন্দে ছুটতে থাকা মিকেল আর্তেটার আর্সেনাল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট গানার্সদের। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গার্দিওলার সিটি। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
'আইপিএল খেলো না', বিশ্বকাপের আগে বুমরাহদের চোট নিয়ে ক্ষুব্ধ কপিল দেব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in