৩৪ বছর আগে আজকের দিনেই ইতিহাস তৈরি করেছিলেন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই দিনেই বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে তিনিই প্রথম হ্যাটট্রিক করা ভারতীয়। তাৎপর্যপূর্ণভাবে আজই দুবাইতে টি-২০ বিশ্বকাপের সুপার ১২-র ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।
৩১ অক্টোবর ১৯৮৭ তে নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিলো ভারত। ম্যাচের ৪২ তম ওভারে ডানহাতি পেসার চেতন শর্মা প্রথম আউট করেন কেন রাদারফোর্ডকে। পরের বলেই তাঁর শিকার হন ইয়ান স্মিথ। এরপরের বলে ইওয়েন চ্যাটফিল্ড। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই হ্যাটট্রিক ম্যাচের রঙ বদলে দেয়।
ওই ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড। চেতন শর্মার দুর্ধর্ষ এই তিন ডেলিভারির আগে নিউজিল্যান্ডের স্কোর ছিলো ৫ উইকেটে ১৮২। যেখান থেকে চেতন শর্মার হ্যাটট্রিকের ফলে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮২। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২১ রান। ওই ম্যাচে ১০ ওভার বল করে ২টি মেডেন এবং ৫১ রান দিয়ে চেতন শর্মার সংগ্রহ ৩ উইকেট।
১৯৯৪ সালে অবসর নেওয়া চেতন শর্মা পরবর্তী সময়ে ধারাভাষ্য দিতে শুরু করেন। বর্তমানে তিনি নির্বাচক কমিটির চেয়ারম্যান। নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে ২৩টি টেস্ট ম্যাচ এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন শর্মা। টেস্টে তাঁর সংগ্রহ ৬১ উইকেট এবং একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৬৭ উইকেট। এছাড়াও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১২১টা। তিন ধরণের ফরম্যাটে তাঁর সংগ্রহে আছে ৩৯৬, ৪৫৬ এবং ৩,৭১৪ রান। নিজের খেলোয়াড় জীবনে একদিনের ক্রিকেটে একবার ১০১ রানে অপরাজিত ছিলেন। টেস্ট ম্যাচে ৪ বার ৫টি করে উইকেট পেয়েছেন। একবারই এক টেস্টে তিনি ১০ উইকেট পেয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন