১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট! সাথে আছে আরও ৪টি খেলা

People's Reporter: শেষবার ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। সোমবার মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে ক্রিকেট সহ মোট ৫টি খেলার অন্তর্ভুক্তিকরণে সিলমোহর পড়লো।
অলিম্পিকে ফিরছে ক্রিকেট
অলিম্পিকে ফিরছে ক্রিকেটছবি - আইওসি মিডিয়ার ট্যুইটার
Published on

১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। সোমবার মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে ক্রিকেট সহ মোট ৫টি খেলার অন্তর্ভুক্তিকরণে সিলমোহর পড়লো। শেষবার ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল।

বেশকিছু দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে। তা আজ চূড়ান্ত হলো। ২০২৮ অলিম্পিক থেকেই ক্রিকেট হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই টি-২০ ফরম্যাটে খেলা হবে। ক্রিকেট ছাড়া বেসবল/সফটবল, স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল এবং ল্যাক্রোসেও সম্মতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি(IOC)।

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বেশ আনন্দিত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেন, “২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট চূড়ান্ত হওয়ার আমরা বেশ খুশি। আশা করছি আমরা ২০২৮ অলিম্পিকে ভালো খেলা উপহার দিতে পারবো। দর্শকরাও আনন্দিত হবেন। বিশ্বমানের খেলা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য এবং আইসিসির উপর ভরসা রাখার জন্য অলিম্পিক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এর গুরুত্ব আরও বেড়েছে কারণ এখন ভারতেই বিশ্বকাপ চলছে। আর মুম্বইতে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলো। সত্যি রোমাঞ্চকর ব্যাপার”।

ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলেন, “খবরটি শুনে উত্তেজিত হয়ে পড়েছি। কারণ প্লেয়াররা অলিম্পিকে ক্রিকেটের জন্য স্বর্ণপদকের লড়াইয়ে নামবে। বিশ্ব দরবারে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ারও সুযোগ থাকবে”।

উল্লেখ্য, ১৯০০ সালের অলিম্পিকে বিভিন্ন ক্লাব অংশ নিয়েছিল। তারাই দেশকে প্রতিনিধিত্ব করেছিল। ফাইনাল হয়েছিল গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। ১৫৮ রানে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

অলিম্পিকে ফিরছে ক্রিকেট
Bhaichung Bhutia: রাজারহাটে বাইচুংয়ের হাত ধরে শুরু প্রশিক্ষণ শিবির
অলিম্পিকে ফিরছে ক্রিকেট
CFL: ডার্বির টিকিট থেকে প্রাপ্ত অর্থ কিংবদন্তি কোচ নৈমুদ্দিনকে দেওয়ার আবেদন মোহনবাগানের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in