ইডেনে বিশ্বকাপের টিকিটের কালোবাজারি নিয়ে বিসিসিআই সচিব জয় শাহকে তীব্র আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে ইডেন এবং বাংলার সম্মান নষ্ট করার জন্য এই লুঠ হচ্ছে।
৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর সেই ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার টিকিট দুর্নীতি নিয়ে সরাসরি জয় শাহকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ইডেনের টিকিট নিয়ে লুঠ চলছে। সকলেই জানেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুযোগ্য সন্তান জয় শাহ গোটা ক্রিকেট দুনিয়ার মাথা। তাই স্বাভাবিকভাবেই বোঝা যায় এই লুঠের পেছনে কাদের হাত আছে। পশ্চিমবঙ্গের বহু বড় বড় দালাল এর সাথে যুক্ত রয়েছে”।
তিনি আরও বলেন, “আমি ক্রিকেটপ্রেমীদের পক্ষে। এই ইডেনে আমরাও ছোটবেলায় খেলা দেখেছি। কিন্তু টিকিট নিয়ে এই ধরণের কালোবাজারি হতে দেখিনি। বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ইডেনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে”।
প্রসঙ্গত, শুক্রবার টিকিটের কালোবাজারির বিরুদ্ধে ইডেনের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রীতিমতো উত্তাল হয়ে ওঠে ইডেন চত্বর। তাঁরা জানান, টিকিটের কালোবাজারিতে যুক্ত রাজ্যের একাধিক তৃণমূল নেতাও। জয় শাহও সবকিছু জানেন। সিএবি লাইফ মেম্বাররা টিকিট পাচ্ছেন না কিন্তু তৃণমূল নেতারা টিকিট পেয়ে যাচ্ছেন।
অন্যদিকে, গতকাল সন্ধ্যাতেই কলকাতায় চলে এসেছেন রোহিত অ্যান্ড কোম্পানি। বিমানবন্দরে টিম ইন্ডিয়াকে দেখে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কলকাতায় এসেই ইডেনে পিচ দর্শন করতে দৌড়ালেন হেড কোচ রাহুল দ্রাবিড়। চলতি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই দারুন ছন্দে আছে। টানা ৭টা ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। পয়েন্ট টেবিলেও শীর্ষে রোহিতরা। এখন দেখার আগামীকাল অষ্টম জয় আসে নাকি ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন