Cricket World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার, বিরল 'টাইমড আউট' হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ

People's Reporter: এই ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ম্যাথিউজ দেরি হওয়ার জন্য যে কারণ দেখায়, তারপর প্রশ্ন ওঠে সাকিব আল হাসানদের স্পোর্টস ম্যান স্পিরিট নিয়েও।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ
অ্যাঞ্জেলো ম্যাথিউজ
Published on

শুধু মাত্র বিশ্বকাপ নয়। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এই প্রথমবার। টাইমড আউটের শিকার হয়ে কোনো বল মোকাবিলা না করেই সাজঘরে ফিরলেন কোনও ক্রিকেটার। এই দুর্ভোগের শিকার শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচে ঘটলো এমন বেনজির ঘটনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ২৫ তম ওভারে। সাকিবের বলে সাদিরা সমরবিক্রমা আউট হয়ে ফিরে যাওয়ার পর মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু তিনি মাঠে নামতে বিলম্ব করে ফেলেন। কারণ হিসেবে জানা যায়, হেলমেটের স্ট্র্যাপ আচমকা ছিঁড়ে যায় লঙ্কান ব্যাটারের। যে কারণে নতুন হেলমেটের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারদের কাছে আবেদন জানান আউটের। নিয়ম মেনে আম্পায়াররাও সাকিবের আবেদনে সাড়া দেন। যার ফলে মাঠে নেমে কোনো বল খেলার আগেই ফিরতে হয় ম্যাথিউজকে।

এমসিসির রুলবুক অনুযায়ী, উইকেটের পতন ঘটলে বা কোনো ব্যাটার মাঠ ছেড়ে চলে যাওয়ার পর নতুন ব্যাটার বা অন্য ব্যাটারকে (যদি নির্ধারিত কোনো সময় বাঁধা না থাকে) তিন মিনিটের মধ্যে প্রথম বল খেলতে হবে। আর এমনটা না ঘটলে নতুন ব্যাটার আউট হয়ে যাবেন। চলতি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা রয়েছে, টুর্নামেন্টে এমন ঘটনা হলে তার জন্য ক্রিকেটার পাবেন ২ মিনিট সময়। তা পেরিয়ে যান ম্যাথিউজ। যার ফলে বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনে সাড়া দেন আম্পায়াররা।

এই ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ম্যাথিউজ দেরি হওয়ার জন্য যে কারণ দেখায়, তারপর প্রশ্ন ওঠে সাকিব আল হাসানদের স্পোর্টস ম্যান স্পিরিট নিয়েও। ম্যাথিউজকে আউট ঘোষণা করা হলে, তিনি বেশ কিছু সময় আম্পায়ারদের সাথে কথাও বলেছিলেন। অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। কিন্তু আম্পায়াররা নিয়ম মেনেই সাফ না বলে দেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in