Cricket World Cup 2023: ভারত বিশ্বকাপ জিতলেই ইউজারদের ১০০ কোটি টাকা দেবেন Astrotalk!

People's Reporter: পুনীত গুপ্তা লেখেন, আমি আমার ফিন্যান্স টিমের সাথে আলোচনা করে ঠিক করলাম ভারত বিশ্বকাপ জিতলে আমাদের অ্যাস্ট্রোটক ইউজারদের অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা দেওয়া হবে।
রবিবার মেগা ফাইনাল
রবিবার মেগা ফাইনালছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

অ্যাস্ট্রোটক (Astrotalk) ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর। ভারত বিশ্বকাপ জিতলে অ্যাস্ট্রোটক ইউজারদের অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন ওই সংস্থার সিইও পুনীত গুপ্তা।

২০১১-র পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের কাছে। ভারত যদি খেতাব জিততে পারে তাহলে অ্যাস্ট্রোটক তার ইউজারদের জন্য ১০০ কোটি টাকা উপহার দেবে। লিঙ্কডইন-এ ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের স্মৃতি উস্কে দিয়ে এমনটাই জানালেন পুনীত গুপ্তা। তিনি লেখেন, "২০১১ সালে ভারত যখন শেষ বার বিশ্বকাপ জিতেছিল তখন আমি কলেজে পড়ি। সেই সময় যে আনন্দ হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি দিন ছিল ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়"।

তিনি আরও লেখেন, "চন্ডীগড় এর কাছে একটি কলেজের অডিটোরিয়ামে আমরা সবাই বন্ধুরা মিলে ম্যাচটা দেখেছিলাম। ম্যাচের আগের দিন রাতে আমাদের সকলেরই উন্মাদনায় ঠিকমতো ঘুম হয়নি। বিশ্বকাপ জেতার পর চন্ডীগড়ের বিভিন্ন জায়গায় আমরা বাইকে করে ঘুরতে থাকি। সেই সময় অনেক অজানা ব্যক্তির সাথে আমরা বন্ধুরা মিলে ভাংড়া নেচেছিলাম"।

স্মৃতিচারণার পাশপাশি ১০০ কোটি টাকা উপহারের কথাও ঘোষণা করে পুনীত লেখেন, "এবারে বিশ্বকাপে পরিস্থিতিটা একটু আলাদা। শেষবার খুশি ভাগ করার জন্য আমার বেশ কিছু বন্ধু ছিল। এবার আমি ঠিক করেছি আমার অ্যাস্ট্রোটক ইউজার যারা আমার বন্ধুর মতই, তাদের সাথে সমস্ত খুশি ভাগ করে নেব। সেই লক্ষ্যেই আমি আমার ফিন্যান্স টিমের সাথে আলোচনা করে ঠিক করলাম ভারত বিশ্বকাপ জিতলে আমাদের অ্যাস্ট্রোটক ইউজারদের অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা দেওয়া হবে। আসুন আমরা শুধু ভারতের জন্য প্রার্থনা করি, উল্লাস করি। ইন্ডিয়াআআ ইন্ডিয়া!!"

উল্লেখ্য, অ্যাস্ট্রোটক হচ্ছে একটি জ্যোতিষশাস্ত্র বিষয়ক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অনলাইন মারফত ঘরে বসেই গ্রাহকরা একাধিক জ্যোতিষীর সাথে কথা বলতে পারেন। গ্রাহকদের অর্থের বিনিময়েই জ্যোতিষীদের সাথে কথা বলতে দেওয়া হয়। বর্তমানে এই অ্যাপের সাথে যুক্ত আছেন ১৬০০-র অধিক জনপ্রিয় ভারতীয় জ্যোতিষীরা।

রবিবার মেগা ফাইনাল
Cricket World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ঘোষণা হতেই ঘুম উড়েছে ভারতীয় ফ্যানদের!
রবিবার মেগা ফাইনাল
২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচের দায়িত্বে দুই ব্রিটিশ আম্পায়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in