বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে বিশেষ বল ব্যবহার করছেন ভারতীয় বোলাররা এবং এতে অনুমোদন রয়েছে খোদ বিসিসিআই এবং আইসিসির। বৃহস্পতিবার ইন্ডিয়া-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা।
চলতি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপের থেকে বেশী নজর কেড়েছে ভারতীয় বোলিং। গতকালও তার ব্যাতিক্রম কিছু হলো না। শামি, বুমরাহ এবং সিরাজের দাপটে তাসের ঘরে মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শামি নেন ৫টি উইকেট, সিরাজ নেন ৩টি এবং বুমরাহ নেন ১টি উইকেট। স্পিনারদের মধ্যে জাদেজা নেন একটি উইকেট।
ভারতীয় পেস বোলারদের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন হাসান রাজা। তিনি বলেন, "ভারতের ব্যাটিং লাইন আপ সত্যিই ভালো এবং তাঁরা ভালো ব্যাটও করছে। কিন্তু সন্দেহ হচ্ছে বোলিং-র সময় নিয়ে। শ্রীলঙ্কার বোলারদের বল বেশি স্যুইং করেনি। কিন্তু শামি, সিরাজরা বল করতে এলেই বল অতিরিক্ত স্যুইং হচ্ছে। মনে হচ্ছে বিসিসিআই এবং আইসিসি দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের জন্য বিশেষ রহস্যজনক বল ব্যবহার করেছে। এর যথাযথ তদন্ত হওয়া দরকার। মনে হচ্ছে অতিরিক্ত স্যুইং-র জন্য অতিরিক্ত লেয়ার ব্যবহার করা হচ্ছে"।
হাসান রাজার পাকিস্তানের হয়ে অভিষেক করেছিলেন ১৯৯৬ সালের ২৪ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে। ওই বছরই ৩০ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধেই ওডিআই ফর্ম্যাটে অভিষেক করেছিলেন। জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট এবং ১৬টি ওডি আই ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে মোট রান ২৩৫ (২টি হাফ-সেঞ্চুরি) এবং ওডিআইতে মোট রান ২৪২ (১টি হাফ-সেঞ্চুরি)। পাকিস্তানের হয়ে শেষ ওডিআই খেলেছিলেন ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শেষ টেস্ট খেলেছিলেন ২০০৫ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন