Cricket World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ঘোষণা হতেই ঘুম উড়েছে ভারতীয় ফ্যানদের!

People's Reporter: ভারতীয় ফ্যানদের সমস্যা রিচার্ড কেটলবরোকে নিয়ে। তাঁদের দাবি, আজ পর্যন্ত ভারতের যে ক'টা নকআউট ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন একটিতেও জিততে পারেনি ভারত।
রিচার্ড কেটলবরো
রিচার্ড কেটলবরোছবি - সংগৃহীত
Published on

শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আম্পায়ার চূড়ান্ত করেছে আইসিসি। আর তারপর থেকেই ঘুম উড়েছে ভারতীয় সমর্থকদের। বিশ্বকাপ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের তালিকায় নাম রয়েছে ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরোর।

ভারতীয় ফ্যানদের সমস্যা রিচার্ড কেটলবরোকে নিয়ে। তাঁদের দাবি, ভারতের জন্য 'অভিশপ্ত' এই ব্রিটিশ আম্পায়ার। কারণ আজ পর্যন্ত ভারতের যে ক'টা নকআউট ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন একটিতেও জিততে পারেনি ভারত। ২০১৯ বিশ্বকাপ তার জ্বলন্ত উদাহরণ। ধোনির রান আউটের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের সব আশা শেষ হয়ে যায়। সেখানেও তিনি আম্পায়ারিং করেছিলেন।

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ সেমিফাইনালের অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারতে হয় পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে ভারত। এই সবক'টি ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড কেটলবরো। এমনকি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালেও ভারত শিরোপা জিততে ব্যর্থ হয়। সেই ম্যাচ দু'টিতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যদিও কেটলবরো আম্পায়ারিং করেননি। তারপরেও ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল রোহিতদের। ফ্যানরা চিন্তায় থাকলেও ভারতীয় দল যথেষ্ট আত্মবিশ্বাসী আগামীকালের ম্যাচ নিয়ে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিতে প্রস্তুত রোহিত অ্যান্ড কোম্পানি।

কেটলবরো ছাড়াও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ। তিনিও ইংল্যান্ডের। এছাড়া তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানিকে চতুর্থ আম্পায়ার করা হয়েছে।

রিচার্ড কেটলবরো
২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচের দায়িত্বে দুই ব্রিটিশ আম্পায়ার
রিচার্ড কেটলবরো
Cricket World Cup 2023: বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে, আমেদাবাদে এক রাতে হোটেল ভাড়া ১ লাখেরও বেশি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in