Cricket World Cup 2023: বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে, আমেদাবাদে এক রাতে হোটেল ভাড়া ১ লাখেরও বেশি!

People's Reporter: বিশ্বকাপের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে। বাইরে থেকে ৩০ থেকে ৪০ হাজার দর্শক খেলা দেখতে আসবেন। ফলে হোটেল কর্তৃপক্ষ দামবৃদ্ধি করতে বাধ্য হয়েছে।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম
নরেন্দ্র মোদী স্টেডিয়ামছবি - সংগৃহীত
Published on

রবিবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে গুজরাটের আমেদাবাদে। তার আগে আমেদাবাদের হোটেল এবং ফ্লাইটের ভাড়া আকাশ ছুঁল। বেশ কয়েকটি হোটেলের এক রাতের ভাড়া বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা হয়ে গেছে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। দেশ বিদেশ থেকে প্রচুর ক্রিকেটপ্রেমী আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই সুযোগকে কাজে লাগিয়েছে বিমান সংস্থা থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরাও।

গুজরাটের হোটেল এবং রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র সোমানি বলেন, আমেদাবাদে থ্রি স্টার এবং ফাইভ স্টারে মোট ৫০০০ ঘর আছে। গুজরাটে সবমিলিয়ে ১০ হাজার ঘর রয়েছে। বিশ্বকাপের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে। বাইরে থেকে ৩০ থেকে ৪০ হাজার দর্শক খেলা দেখতে আসবেন। ফলে হোটেল কর্তৃপক্ষ দামবৃদ্ধি করতে বাধ্য হয়েছে। কোনো কোনো জায়াগায় ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ ২৫ হাজার হয়েছে।

তিনি আরও বলেন, আমেদাবাদে শুধু ভারতের বিভিন্ন রাজ্য থেকে দর্শকরা আসবেন না। দুবাই, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রলিয়া থেকেও প্রচুর দর্শক আসবেন। একাধিক ভিআইপি, ভিভিআইপিরাও আমেদাবাদে আসতে শুরু করে দিয়েছেন। ব্যাপক হারে চাহিদা বাড়ছে। সাধারণ হোটেলগুলিরও ভাড়া বৃদ্ধি পেয়েছে। যেসব হোটেল সাধারণ দিনে ৩-৫ হাজার টাকা নিত তারা বিশ্বকাপের জন্য নিচ্ছে ২০-৩০ হাজার টাকা।

একই ভাবে বৃদ্ধি পেয়েছে বিমান ভাড়াও। চেন্নাই থেকে আমেদাবাদ যাওয়ার ফ্লাইট সাধারণ দিনে থাকে ৫ হাজার টাকা। কিন্তু বিশ্বকাপের জন্য সেই টিকিটের মূল্য ১৫-২৫ হাজার টাকা করা হয়েছে। দিল্লি, মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ভাড়াও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়াম
Cricket World Cup 2023: 'নামটা মনে রাখবেন', বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ৫০ উইকেটের মালিক শামি
নরেন্দ্র মোদী স্টেডিয়াম
'স্টিম্যাচের সাথে কাজ করতে সমস্যা হয়েছিল' - কুয়েত ম্যাচের পর আর কী জানালেন সন্দেশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in