Cricket World Cup 2023: কলকাতার ছোলা বিক্রেতাকে ফাইনালের টিকিট দিলেন দ্রাবিড়

People's Reporter: কলকাতার বাসিন্দা না হলেও দীর্ঘদিন এখানেই জীবিকা নির্বাহ করেন মনোজ জয়সোয়াল। ভারত ফাইনালে ওঠার পরেই দ্রাবিড় তাঁর এই অনুরাগীর জন্য টিকিট পাঠিয়ে দিয়েছেন।
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়ফাইল ছবি
Published on

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উপলক্ষ্যে হাউসফুল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। টিকিটের দাম আকাশছোঁয়া। অনেক ক্রিকেটপ্রেমী বহু চেষ্টা করেও টিকিট পাননি। তবে টিকিট পেয়েছেন কলকাতার এক ছোলা-মটর বিক্রেতা। নাম মনোজ জয়সোয়াল। আর তাঁকে ফাইনালের টিকিট আর আহমেদাবাদে যাওয়ার খরচা দিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

কলকাতার বাসিন্দা না হলেও দীর্ঘদিন এখানেই জীবিকা নির্বাহ করেন মনোজ জয়সোয়াল। ভারত ফাইনালে ওঠার পরেই দ্রাবিড় তাঁর এই অনুরাগীর জন্য টিকিট পাঠিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই রাহুল-ভক্ত মনোজ। গত ২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তীর যাবতীয় ছবি ও খবর সংগ্রহ করে রেখেছেন তিনি। যা জানার পর বিশ্বকাপের মাঝেই তাঁকে ফাইনালের টিকিট পাঠিয়ে দেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

এই প্রসঙ্গে মনোজ জানিয়েছেন, '১৯৯৭ থেকে দ্রাবিড়ের খেলা দেখছি। ওর ব্যাটিংয়ের মুগ্ধ ছিলাম। ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেললেন দ্রাবিড়। আর আমিও ওর ছবি আর খবরের কাটিং সংগ্রহ করতে শুরু করলাম। দুই ট্র্যাক ভর্তি দ্রাবিড় ভাইয়ের ছবি আমার কাছে আছে।'

এবারের বিশ্বকাপ দ্রাবিড়ের জন্য জিতুক টিম ইন্ডিয়া চান ভক্ত মনোজ। তিনি বলেন, 'কিছু লোক ওঁকে ভিতু কোচ বলে ব্যঙ্গ করেছে। কিন্তু তাকিয়ে দেখুন, তাঁর আমলেই কেমন ভয় ডর হীন ক্রিকেট খেলছেন বিরাট-রোহিত-সামি-শুভমানরা।'

২০০৩ সালে ভারতীয় দলের উইকেটকিপার ছিলেন দ্রাবিড়। সেবছর ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। ২০ বছর পর ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবার বদলার জন্য নামছে দ্রাবিড়ের ছেলেরা।

শনিবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আমার সিদ্ধান্তে তিনি খুশি হন না। আর সেটাই স্বাভাবিক। রাহুল ভাই যে সময় ক্রিকেট খেলেছে, বর্তমানে তার সঙ্গে ফারাক থাকবে। সব বিষয়ে মতের মিল না থাকাই স্বাভাবিক। কিন্তু রাহুল ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্লেয়ারদেরও নিজেদের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই বড় ব্যপার।’

তিনি আরও বলেন, "কঠিন সময়ে রাহুল ভাই সব সময় প্লেয়ারদের পাশে থেকেছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর, আমাদের অনেকে অনেক কিছু নিয়ে বলেছে। তখন রাহুল ভাই দলের সকলকে ভরসা দিয়েছে। আমরা তাই তাঁর জন্য বিশ্বকাপ জিততে চাই।"

রাহুল দ্রাবিড়
Cricket World Cup 2023: ভারত বিশ্বকাপ জিতলেই ইউজারদের ১০০ কোটি টাকা দেবেন Astrotalk!
রাহুল দ্রাবিড়
Cricket World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার ঘোষণা হতেই ঘুম উড়েছে ভারতীয় ফ্যানদের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in