Cricket World Cup 2023: একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে 'হিট ম্যান', ভাঙতে পারেন শচীনের রেকর্ডও

People's Reporter: শচীন তেন্ডুলকর ৪৫টি বিশ্বকাপের ম্যাচ খেলে করেছিলেন ৬টি সেঞ্চুরি। ফলে আর মাত্র একটি সেঞ্চুরি করলে শচীন তেন্ডুলকরকে টপকে যাবেন 'হিট ম্যান'।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ট্যুইটার হ্যান্ডেল
Published on

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। আহমেদাবাদে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারতের ম্যাচ রয়েছে আগামী ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেই একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে। ভেঙে দিতে পারেন শচীন তেন্ডুলকরের রেকর্ডও।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মা একাই করেছিলেন ৫টি সেঞ্চুরি। বিশ্বকাপের মঞ্চে রোহিতের মোট সেঞ্চুরি আছে ৬টি, মাত্র ১৭ ম্যাচে। অন্যদিকে শচীন তেন্ডুলকর ৪৫টি বিশ্বকাপের ম্যাচ খেলে করেছিলেন ৬টি সেঞ্চুরি। ফলে আর মাত্র একটি সেঞ্চুরি করলে শচীন তেন্ডুলকরকে টপকে যাবেন 'হিট ম্যান'। আবার সর্বাধিক রানের মালিকও হতে পারেন রোহিত শর্মা। কারণ ২০১৯ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ৬৪৮ রান করেছিলেন রোহিত। ২০০৩ সালের বিশ্বকাপে শচীন করেছিলেন ৬৭৩ রান। সেই রান সংখ্যাকেও টপকানোর সুযোগ থাকছে ভারতের অধিনায়কের কাছে।

শচীনের রেকর্ড ভাঙার পাশাপাশি, চলতি বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের ছয় মারার রেকর্ডও ভাঙতে পারেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের রয়েছে ৫৫৩টি ছয়। বর্তমানে রোহিত শর্মার আছে ৫৫১টি ছয়। টি-টোয়েন্টিতে মেরেছেন ১৮২টি ছয়। টেস্টে মেরেছেন ৭৭টি এবং ওয়ান ডে ক্রিকেটে মেরেছেন ২৯২টি ছয়। আর মাত্র ৩টি ছয় মারলেই ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেবেন রোহিত। এখন দেখার তাঁর ব্যাট থেকে ভারতীয় সমর্থকরা ম্যাজিক দেখেত পান কিনা।

উল্লেখ্য, ৮ অক্টোবরের পর ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে খেলবে রোহিত ব্রিগেড। ১৪ অক্টোবর রয়েছে পাকিস্তান ম্যাচ। ১৯ অক্টোবর প্রতিপক্ষ বাংলাদেশ। ২২ অক্টোবর বিপক্ষে নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৫ নভেম্বর বিপক্ষে থাকবে দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা।

রোহিত শর্মা
Asian Games 2023: জোড়া সোনা জয় দিয়ে বৃহস্পতিবারের যাত্রা শুরু ভারতের
রোহিত শর্মা
ISL 2023-24: বেঙ্গালুরু বিরুদ্ধে ভালো খেলেও হার ইস্টবেঙ্গলের! রেফারিং নিয়ে প্রশ্ন লাল-হলুদ কোচের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in