'স্মৃতিটাই সম্বল', বউবাজারের 'দ্য রেফিউজ'-র উদ্যোগে বাংলাদেশ ম্যাচের সাক্ষী থাকলেন গৃহহীন মায়েরা

People's Reporter: তাঁদের সারা বছর কাটে বউবাজারের "দ্য রেফিউজ" অনাথ আশ্রমে। যা চালান প্রাক্তন সিএবি যুগ্ম সচিব বিশ্বরূপ দে। তাঁর উদ্যোগেই ক্রিকেটের নন্দনকানন দেখলেন অসহায় মানুষগুলো।
'দ্য রেফিউজে'র মায়েরা
'দ্য রেফিউজে'র মায়েরাছবি - বিশ্বরূপ দে-র ফেসবুক ওয়াল
Published on

শনিবার ক্রিকেটের নন্দনকানন ইডেনে বিশ্বকাপের বোধন হয়ে গেল। চলতি বিশ্বকাপে এই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হল কলকাতায়। এদিন ইডেনে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ড। যদিও লক্ষ্মীপুজোর দিনে এই খেলা থাকায় ইডেনের গ্যালারি তুলনামূলক ভাবে বেশ ফাঁকাই ছিল। তবে এদিন ইডেনের গ্যালারিতে আর পাঁচজন সাধারণ দর্শকদের মধ্যে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে একদল প্রতিবন্ধী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধাদের।

তাঁদের সারা বছর কাটে বউবাজারের "দ্য রেফিউজ" অনাথ আশ্রমে। যা চালান প্রাক্তন সিএবি যুগ্ম সচিব বিশ্বরূপ দে। তাঁর উদ্যোগেই ক্রিকেটের নন্দনকানন দেখলেন অসহায় মানুষগুলো। কীভাবে মাঠে ঢুকবেন, কোথায় বসবেন সব ব‍্যবস্থা করে দেন বিশ্বরূপ। এই সব গৃহহীন মায়েদের শিকড় ছিল বাংলাদেশের ফরিদপুর, ঢাকা অথবা ময়মনসিংহে।

তাঁরা ক্রিকেটের আইন বোঝেন না, তাঁরা চেনেন না বাংলাদেশের কোনও ক্রিকেটারকে। তাঁরা শুধু চেনেন বাংলাদেশকে। স্বাভাবিক ভাবেই ইডেনে এসে নীরবে সমর্থন করে গেলেন তাঁদের শিকড় বাংলাদেশকে।

এই প্রসঙ্গে বিশ্বরূপ জানান, "এই সব মায়েদের একটা সময় থাকার কোনও জায়গা ছিল না। আমাদের সংস্থা আশ্রয়হীন ছেলে-মেয়েদের পাশাপাশি গৃহহীন মহিলাদেরও থাকা, খাওয়ার ব‍্যবস্থা করে থাকে। তাঁদের ইচ্ছে হয়েছিল ইডেনে ম‍্যাচ দেখার। সেই ম‍্যাচ দেখার ব‍্যবস্থা করতে পেরে ভালো লাগছে। ওঁরা খুশি মানে আমরাও খুশি"।

'দ্য রেফিউজে'র মায়েরা
Cricket World Cup 2023: পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আম্পায়ারিং ও ICC-র নিয়ম নিয়ে ক্ষোভ হরভজনের
'দ্য রেফিউজে'র মায়েরা
Asian Para Games 2023: ফের ইতিহাস! প্যারা গেমসেও পদকের সেঞ্চুরি ভারতীয় অ্যাথলিটদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in