বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এই বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন জাদেজা। এবার রাজনীতিতে পা রাখলেন দেশের এই তারকা ক্রিকেটার।
ক্রিকেটারের স্ত্রী রিভাবা জাদেজা, যিনি গুজরাটের বিজেপি বিধায়ক, তিনি একথা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি সদস্য হিসাবে রবীন্দ্র জাদেজার কার্ডের ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি নিজের কার্ডের ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে বিজেপির সদস্যপদ অভিযান কর্মসূচীর উল্লেখ করা হয়েছে, যা গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই দিনে এই অভিযানের অধীনে দলের সদস্যপদ পুনর্নবীকরণ করেছিলেন।
রিভাবা জাদেজা ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এবং ৫০,০০০ ভোটে জয়ী হয়েছিলেন। রবীন্দ্র জাদেজার বাবা এবং বোন সেই সময়ে কংগ্রেসের পক্ষে প্রচার করেছিলেন, কারণ ক্রিকেটারের পরিবার বরাবরই কংগ্রেস আদর্শে বিশ্বাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন