ক্লাব হোক কিংবা দেশের জার্সি। ২০২১ সাল রমরমিয়ে চলছে পর্তুগীজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তকমা পেয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিরুদ্ধে জয়সূচক গোল করে জলাটান ইব্রাহিমোভিচের রেকর্ড ভেঙে ৬৬ টি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে গোল করার রেকর্ড গড়েন।
এবার পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী নিজের নামের সঙ্গে যোগ করে নিলেন নিলেন আরও একটি রেকর্ড। সার্জিও রামোসকে পেছনে ফেলে রোনাল্ডো গড়লেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির।
শনিবার বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। পর্তুগালের জার্সিতে এটি ছিলো রোনাল্ডোর ১৮১ তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির ছিলো স্প্যানিশ তারকা সার্জিও রামোসের অধীনে। রামোস দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৮০ টি ম্যাচ খেলেছেন। এদিন কাতারের বিরুদ্ধে মাঠে নামার সাথে সাথেই রামোসকে পেছনে ফেলে দিলেন CR7।
কাতারের বিরুদ্ধে এই ম্যাচে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচের ৩৭ মিনিটে দুরন্ত এক গোলে পর্তুগালকে প্রথম এগিয়ে দেন রোনাল্ডোই। আন্তর্জাতিক ফুটবলে আলি দাইকে পেছনে ফেলেছেন আগেই। এবার ১১২ তম গোলটি করে সংখ্যাটা বাড়িয়ে নিলেন ৩৬ বর্ষীয় ম্যান ইউ মহাতারকা। রোনাল্ডো নতুন কীর্তি রচনা করার পর পর্তুগাল এবং বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছে রোনাল্ডোকে।
প্রথমার্ধে রোনাল্ডোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে জোসে ফন্টে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০ মিনিটের মাথায় কাতারের বিরুদ্ধে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আন্দ্রে সিলভা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন