FIFA World Cup 22: রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা কি পারবে বদলা নিতে?

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দু'বার এবং সার্বিকভাবে মোট চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে দু' বারের দেখায় ক্রোয়েশিয়া জেতে একবার ও আর্জেন্টিনাও জেতে একবার।
সেমিফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া
সেমিফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়াছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল
Published on

রাশিয়া বিশ্বকাপে শিরোপার সবচেয়ে কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। ফ্রান্সের কাছে ফাইনাল হেরে 'গোল্ডেন বল' নিয়েই সন্তুষ্ট ছিলেন 'চেকারবোর্ড'-দের নেতা লুকা মড্রিচ। তবে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার যাত্রা ছিল রূপকথার মতো। চলতি কাতার বিশ্বকাপেও সেই রূপকথার কাহিনী লিখে চলেছেন মড্রিচ বাহিনী। ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে তারা। ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে মড্রিচদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

লিওনেল মেসি নিজের শেষ বিশ্বকাপটা শিরোপা হাতে নিয়েই রাঙাতে চান। পুরো আর্জেন্টিনা দল ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর জন্য সর্বোচ্চ প্রয়াস করে যাচ্ছে। তবে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা যেই দলের বিপক্ষে নামবে তাদের রয়েছে অসম্ভব জেদ। ম্যাচ না হারার জেদ। লড়াই চালিয়ে যাওয়ার জেদ। দলে একা মড্রিচ, পেরিসিচ ছাড়া সেই অর্থে কোনো স্টার নেই। তবে দলটার মধ্যে যেটা আছে সেটা হলো ম্যাচ জয়ের অদম্য ইচ্ছা।

বুধবার ভারতীয় সময় দিবাগত রাত সাড়ে বারোটায় লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা। তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি লড়াইয়ে দুই দলের পরিসংখ্যান কেমন-

এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দু'বার এবং সার্বিকভাবে মোট চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে দু' বারের দেখায় ক্রোয়েশিয়া জিতেছে একবার এবং আর্জেন্টিনা জিতেছে একবার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে চার বারের সাক্ষাৎে আর্জেন্টিনা দু'বার ও ক্রোয়েশিয়াও দু'বার জয় লাভ করেছে।

১৯৯৮ বিশ্বকাপে দুই দল প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামে। আর্জেন্টিনা ওই ম্যাচ ১-০ ব্যবধানে জেতে। এরপর ২০০৬ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারায় ক্রোয়েশিয়া। ২০১৪ সালে আর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর শেষবার দুই দল মুখোমুখি হয় ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। সেখানে লিওনেল মেসিদের ৩-০ গোলে ধরাশায়ী করে দিয়েছিলেন লুকা মড্রিচরা।

সেমিফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া
FIFA World Cup 22: পেনাল্টি মিস হ্যারি কেনের! জিরুর দুর্দান্ত গোলে সেমিফাইনালে ফ্রান্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in