চলতি আইএসএল-এ লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত রেফারির ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বহুবার। এবার নিজের বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন তিনি।
ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজে তিনি বলেন, 'আমি প্রকাশ্যে স্পষ্ট করতে চাই যে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে আমাদের হোম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এবং ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে আমি যে মন্তব্যগুলো করেছি তা কোনও ব্যক্তি বা সংস্থাকে আঘাত করার উদ্দেশ্যে নয়। আমি কেবল মিডিয়াকে রেফারির কাজগুলো নিয়ে আমার মতামত দিয়েছিলাম। আমার মন্তব্যে কেউ আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার দিক থেকে আমি সবসময় ভারতীয় ফুটবলের উন্নতি করতে ও উন্নতির জন্য কাজ করার চেষ্টা করি'।
এর আগে কুয়াদ্রাত রেফারির ভুমিকা নিয়ে বলেছিলেন, "আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যে রাহুলকুমার গুপ্তা থাকেন। যিনি নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। এটা ভয়ংকর দুঃস্বপ্ন। লাগাতার এটা হয়ে আসছে। আমাদের এই ধারা পালটাতে হবে। আমি ইতিবাচক দিক থেকেই এটা বলছি।"
তিনি আরও বলেছিলেন, "আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছি। ভারতীয় ফুটবলের সঙ্গে আমি ১০ বছরের উপর যুক্ত। ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক ভালো খেলোয়াড়েরা জাতীয় দলে খেলছে। কিন্তু রেফারিদের একটুও উন্নতি হয়নি। প্রত্যেকটা ম্যাচে খারাপ রেফারিং প্রভাব ফেলছে। আমাদের সঙ্গেই অন্তত পাঁচটা ম্যাচে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত ফলাফল বদলে দিতে পারে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন