কম করে ৫ গোলে হারের ম্যাচে ১-০ গোলে হারলো ইস্টবেঙ্গল। বুধবার নোয়া সাদুইয়ের করা একমাত্র গোলে গোয়ার কাছে হেরে শেষ ছয়ে যাওয়া আরও কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে।
এরপর ১০ তারিখের ডার্বি ম্যাচ জিতে সমর্থকদের একটা সান্ত্বনা উপহার দেওয়ার জায়গা থাকলো ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের কাছে। কারণ শেষ ৬-এ থাকার জন্য অন্য দলের ওপর ভরসা করতে হবে লাল হলুদকে। গোয়া ম্যাচে হারের পরে কুয়াদ্রাত বলেন, 'ওরা শরীরি লড়াইয়ে জিতেছে। তাই ওদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠা খুবই কঠিন হয়ে ওঠে। বলের গতিবিধি আগাম বোঝার ব্যাপারেও ওরা আমাদের ছেলেদের পিছনে ফেলে দিয়েছে। মাঝমাঠে লোক বাড়িয়ে আমরা সুবিধা পাওয়ার চেষ্টা করি। ওদের ৪-৪-২-র বিরুদ্ধে আমরা তাই ৪-৩-৩-এ খেলি। কিন্তু প্রথমার্ধে আমরা প্রায়ই বারবার বলের নিয়ন্ত্রণ হারাই। ওরা আমাদের এই ভুলই কাজে লাগিয়ে নেয়'।
তিনি আরও বলেন, "আমাদের গত চার সপ্তাহে আটটা ম্যাচ খেলতে হয়েছে, যা আমাদের ছেলেরা ঠিকমতো নিতে পারছে না। অক্টোবর, নভেম্বরে কম ম্যাচ খেলার পরে হঠাৎ এক মাসে আটটা ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলাররাও সমস্যায় পড়ে গিয়েছে। তার ওপর সল, পার্দোর চোটের ফলে চাপটা আরও বেড়ে যায়"।
ডার্বি নিয়ে কুয়াদ্রাত জানান, 'ডার্বির জন্য প্লেয়ারদের মোটিভেশন লাগে না। বড় ম্যাচ। সবাই খেলতে চায়। শারীরিক ও মানসিক ভাবে রিকভার করাটাই আসল। ডার্বিতে সবাই নিজের সেরাটা দেবে। আজকের রেজাল্ট পার্থক্য গড়ে দেবে না। আমরা তৈরি হয়েই নামবো।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন