চার বছর পর সিংহাসন হারালেন প্যাট কামিন্স। তাঁকে পেছনে ফেলে সিংহাসন দখল করলেন ৪১ এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ব্রিটিশ স্পিড স্টার জিমি অ্যান্ডারসন। মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে সাত উইকেট শিকার করে শীর্ষস্থানীয় টেস্ট বোলার হিসেবে কামিন্সের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়েছেন অ্যান্ডারসন। উন্নতি হয়েছে ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
অ্যান্ডারসন তাঁর বর্ণোজ্বল ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠ বার আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন। সেইসঙ্গে গড়ে ফেলেছেন এক বিরল নজিরও। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ান গ্রেট ক্ল্যারি গ্রিমেটের পর থেকে বয়স্কতম খেলোয়াড় হিসেবে আইসিসি বোলারদের ক্রমপর্যায়ের শীর্ষে উঠেছেন তিনি। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৮৬৬।
ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে একেবারেই ছন্দে ছিলেন না কামিন্স। দুই টেস্টে নিয়েছেন মাত্র ৩ উইকেট। যে কারণেই শীর্ষস্থান খুইয়ে তিন নম্বরে নেমে এলেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। অ্যান্ডারসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতের স্পিনার। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৬৪। তিন নম্বরে থাকা কামিন্সের পয়েন্ট ৮৫৮।
২০১৯ সালের সেপ্টেম্বরের পর থেকে এই প্রথমবার শীর্ষ দশে জায়গা পেলেন ভারতের আর এক স্পিনার রবীন্দ্র জাদেজা। দিল্লি টেস্টে দশ উইকেট নেওয়ার সুবাদেই এই জায়গা পেলেন তিনি।তাঁর রেটিং পয়েন্ট ৭৬৩। দীর্ঘদিন না খেললেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৫।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন