CWG 22: রেকর্ড গড়ে প্যারা পাওয়ারলিফটিংয়ে ভারতকে সোনা এনে দিলেন সুধীর

সুধীর তাঁর দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ২১২ কেজি ভার। নাইজেরিয়ার ইকেচুকউ ক্রিশ্চিয়ান উবিচুকউ তাঁর শেষ প্রচেষ্টায় ২০৩ কেজি ভার তুলতে ব্যর্থ হওয়ায় রেকর্ড গড়ে সোনা জেতেন সুধীর।
সুধীর
সুধীর ছবি সৌজন্যে টুইটার হ্যান্ডেল
Published on

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সোনা জিতলেন ভারতীয় প্যারা পাওয়ারলিফটার সুধীর। বৃহস্পতিবার ১৩৪.৫পয়েন্ট নিয়ে কমনওয়েলথ গেমসের রেকর্ড গড়ে প্যারা পাওয়ারলিফটিংয়ে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন তিনি।

সুধীর তাঁর প্রথম প্রচেষ্টায় এদিন ২০৮ কেজি ভার উত্তোলন করেন। দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ২১২ কেজি ভার। নাইজেরিয়ার ইকেচুকউ ক্রিশ্চিয়ান উবিচুকউ তাঁর শেষ প্রচেষ্টায় ২০৩ কেজি ভার তুলতে ব্যর্থ হওয়ায় রেকর্ড গড়ে সোনা জেতেন সুধীর।

এই প্রতিযোগীতায় ইকেচুকউ ক্রিশ্চিয়ান উবিচুকউ ১৩৩.৬ পয়েন্ট নিয়ে রূপো জিতেছেন, আর ১৩০.৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মিকি ইউলে।

এশিয়ান প্যারা গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী, ২৭ বর্ষীয় সুধীর পোলিওতে আক্রান্ত। গত জুনে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা পাওয়ারলিফটিং এশিয়া-ওশেনিয়া ওপেন চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। হ্যাংজু এশিয়ান প্যারা গেমসের জন্যও যোগ্যতা অর্জন করেছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in