সোমবার জমকালো এক সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের আসর। চার বছর বাদে ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে ফের অনুষ্ঠিত হবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। ১১ দিন ব্যাপী বার্মিংহ্যামে ৭২ টি দেশের প্রায় ৪৫০০ জনেরও বেশি অ্যাথলিট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসরের শেষে ২২ টি সোনা, ১৬ টি রূপো এবং ২৩ টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬১ টি পদক ঝুলিতে ভরেছে ভারত। মেডেল ট্যালিতে ইন্ডিয়া শেষ করেছে চতুর্থ স্থানে।
একনজরে দেখে নেওয়া যাক বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক বিজয়ীদের-
ভারোত্তোলন-
১. সঙ্কেত মহাদেব সরগর - রূপো
২. মীরাবাঈ চানু - সোনা
৩. গুরুরাজা পূজারী - ব্রোঞ্জ
৪. বিন্দিয়ারানি দেবী - রূপো
৫. জেরেমি লালরিনুঙ্গা - সোনা
৬. অচিন্ত্য শিউলি - সোনা
৭. হরজিন্দর কৌর - ব্রোঞ্জ
৮. বিকাশ ঠাকুর - রূপো
৯. লভপ্রীত সিং - ব্রোঞ্জ
১০. গুরদীপ সিং - ব্রোঞ্জ
পাওয়ার লিফ্টিং-
১. সুধীর - সোনা
জুডো-
১. সুশীলা দেবী - রূপো
২. বিজয় যাদব - ব্রোঞ্জ
৩. তুলিকা মান - রূপো
লন বল -
১. ওম্যানস ফোরস টিম - সোনা
২. ইন্ডিয়া মেনস টিম - রূপো
টেবিল টেনিস-
১. ইন্ডিয়া মেনস টিম - সোনা
২.শরথ কমল /শ্রীজা আকুলা - সোনা
৩. শরথ কমল /জি সাথিয়ান - রূপো
৪. অচিন্ত্য শরথ কমল - সোনা
৫. মেনস ডবলস - রূপো
প্যারা টেবিল টেনিস-
১. ভাবিনা পটেল - সোনা
২. সোনালবেন পটেল ব্রোঞ্জ
স্কোয়াশ-
১. সৌরভ ঘোষাল - ব্রোঞ্জ
২. দিপীকা পাল্লিকেল/সৌরভ ঘোষাল - ব্রোঞ্জ
কুস্তি-
১. অংশু মালিক - রূপো
২. বজরং পুনিয়া - সোনা
৩. সাক্ষী মালিক - সোনা
৪. দীপক পুনিয়া - সোনা
৫. দিব্যা কাকরান- ব্রোঞ্জ
৬. মোহিত গ্রেওয়াল- ব্রোঞ্জ
৭. পূজা গেলহট - ব্রোঞ্জ
৮. রবি দাহিয়া - সোনা
৯. ভিনেশ ফোগাট - সোনা
১০. নবীন - সোনা
১১. পূজা সিহাগ- ব্রোঞ্জ
১২. দীপক নেহেরা- ব্রোঞ্জ
বক্সিং -
১. রোহিত টোকাস - ব্রোঞ্জ
২. নীতু গাঙ্গাস - সোনা
৩. অমিত পাঙ্ঘাল - সোনা
৪. নিখাত জারিন - সোনা
৫. মহম্মদ হুসামউদ্দিন - ব্রোঞ্জ
৬. সাগর আহলওয়াত - ব্রোঞ্জ
৭. জেসমিন - ব্রোঞ্জ
ব্যাডমিন্টন -
১. মিক্সড টিম - রূপো
২. কিদাম্বি শ্রীকান্ত - ব্রোঞ্জ
৩. পিভি সিন্ধু - সোনা
৪. লক্ষ্য সেন - সোনা
৫. চিরাগ শেঠি/সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি - সোনা
৬. তৃষা জলি /গায়েত্রী গোপীচাঁদ - ব্রোঞ্জ
হাই জাম্প -
১. তেজস্বিন শঙ্কর - ব্রোঞ্জ
লং জাম্প -
১. মুরলী শ্রীশঙ্কর - রূপো
১০ কিমি রেস ওয়াক -
১. প্রিয়াঙ্কা গোস্বামী - রূপো
২. সন্দীপ কুমার - ব্রোঞ্জ
মেনস ৩০০০ মিটার স্টিপলচেজ -
১. অবিনাশ সাবলে - রূপো
মেনস ট্রিপল জাম্প-
১. এলডস পল - সোনা
২. আব্দুল্লাহ আবুবকর - রূপো
ওম্যানস জ্যাভলিন থ্রো-
১. অন্নু রানী - ব্রোঞ্জ
ওম্যানস ক্রিকেট -
১. ইন্ডিয়া - রূপো
হকি-
১. ওম্যানস টিম - ব্রোঞ্জ
২. মেনস টিম - রূপো
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন