লড়াই করেও শেষ রক্ষা হলো না ভারতের। ব্যাট হাতে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন অধিনায়ক হরমনপ্রীত। ৩৩ রান করলেন জেমাইমা রদ্রিগেজও। তবে অজি বোলারদের দাপটে ১৫২ রানেই আটকে গেলো ভারত। ৯ রানে জয় অর্জন করে নিলো মহিলাদের ক্রিকেটের সবচেয়ে সফলতম দল অস্ট্রেলিয়া। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে।
এবারই কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটে মহিলাদের ক্রিকেটের। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগীতা নিয়ে তুমুল উত্তেজনা ছিল ক্রিকেট বিশ্বের। ফাইনালেও দুরন্ত ক্রিকেট উপহার পেলো ক্রিকেট বিশ্ব।
এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতেই অ্যালিসা হেলিকে(৭) হারিয়ে চাপে পড়লেও বেথ মুনি এবং অ্যালিসা হেলি অনবদ্য ইনিংস খেলে দলকে বড় রানের দিকে এগিয়ে দেন। ২৬ বলে ৩৬ রান করেন লেনিং। বেথ মুনি খেলেন ৪১ বলে ৬১ রানের মহামূল্যবান ইনিংস।
মিডিল অর্ডারে গার্ডনার(২৫), হায়নেস(১৮*) ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ফেলে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেননি ভারতের ওপেনাররা। স্মৃতি মন্ধনা ফেরেন ৬ রান করে। শেফালি বর্মা আউট হন ব্যক্তিগত ১১ রানে। অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেজ ভারতকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে জেমাইমা ফিরে যাওয়ার পর থেকেই ভারত ফের ব্যাকফুটে চলে যেতে থাকে।
৩৩ বলে ৩৩ রান করে জেমাইমা ফিরে যাওয়ার পর পূজা বস্ত্রকার মাত্র ১ রান করেই আউট হন। অধিনায়ক হরমনপ্রীত দাঁড়িয়েছিলেন। তবে ম্যাচে থিতু হয়ে যাওয়া হরমনপ্রীত ভুল শট খেলে ফিরে যান আর সেই সাথে ভারতের সোনা জয়ের স্বপ্নও একপ্রকার চাপা পড়ে যায়। ৪৩ বলে ৬৫ রান করেন হরমনপ্রীত।
ভারতের টেল এন্ডাররা অত্যন্ত হতাশ করলেন। স্নেহ রানা ফিরে গেলেন ৮ রান করে। রাধা যাদব(১), ইয়স্তিকা ভাটিয়া(২), মেঘানা সিংরা(১) দাঁড়াতেই পারলেন না। ৯ রানে ম্যাচ জিতে সোনা জিতলো ক্যাঙ্গারুর দেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন