হাই জাম্পে তেজস্বীন শঙ্করের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের পর লং জাম্পে ইতিহাস গড়লেন মুরলী শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের লং জাম্পে প্রথম পদক জিতলো ভারত। বার্মিংহ্যাম থেকে দেশকে রূপো এনে দিলেন শ্রীশঙ্কর।
কোয়ালিফায়িং রাউন্ডে একক প্রচেষ্টাতেই ৮.০৫ মিটার লাফিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন শ্রীশঙ্কর। অ্যাথলেটিক্সে তাঁর হাত ধরে পদকের আশায় ছিল দেশবাসী। শ্রীশঙ্কর হতাশ করলেন না। দেশকে এনে দিলেন লং জাম্পের ঐতিহাসিক রূপো।
বার্মিংহ্যামে আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বৃহস্পতিবার ৮.০৮ মিটার লম্বা লাফ দিয়ে রূপো জেতেন শ্রীশঙ্কর। এই ইভেন্টের ফাইনালে উঠেছিলেন আরও এক ভারতীয় জাম্পার। তবে ৭.৯৭ মিটারের সেরা পারফরম্যান্সে পঞ্চম স্থানেই আটকে যেতে হয় মহম্মদ আনিস ইয়াহিয়াকে।
এই প্রতিযোগীতায় সোনা জিতেছেন বাহামাসের লাকুয়ান নায়ারন। ৮.০৮ মিটার লম্বা লাফ দিয়ে এই পদক জিতেছেন তিনি। ভারতের শ্রীশঙ্কর এই একই দূরত্ব লাফ দিলেও রূপো নিতে হয় তাঁকে। কারণ নারায়নের দ্বিতীয় সেরা পারফরম্যান্স ছিল ৭.৯৮ মিটারের। যেখানে শ্রীশঙ্করের দ্বিতীয় সেরা জাম্প ৭.৮৪ মিটার। ৮.০৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ আফ্রিকার জোভান ভ্যান ভুরেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন