ডোপ টেস্টে ধরা পড়লেন ভারতের অন্যতম তারকা ভারোত্তলক খুমুকচাম সঞ্জিতা চানু। কমনওয়েলথ গেমসে জোড়া সোনাজয়ী তারকার নমুনায় পাওয়া গিয়েছে অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্ট্যানোলন। সঞ্জিতাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)।
গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত গুজরাট ন্যাশনাল গেমসের সময় নাডার ডোপ কন্ট্রোল অফিসাররা নমুনা সংগ্রহ করেছিলেন সঞ্জিতার। তাঁর সেই প্রস্রাবের নমুনাতেই মিলেছে ড্রস্ট্যানোলন। যে কারণে নমুনা সংগ্রহের দিন থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সঞ্জিতাকে।
৩০ সেপ্টেম্বর গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দির কমপ্লেক্সে জাতীয় গেমসে ভারোত্তোলন প্রতিযোগিতার ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন সঞ্জিতা। ওই বিভাগে সোনা জেতেন টোকিও অলিম্পিকের রৌপ্য পদক বিজয়ী মীরাবাঈ চানু। সঞ্জিতার মামলা এখন NADA-এর অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (ADDP) শুনবে এবং দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হবে। এছাড়া গুজরাটে অনুষ্ঠিত জাতীয় গেমসের রৌপ পদক তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
ইউএস-ভিত্তিক ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন (NLM) অনুসারে, ড্রস্ট্যানোলন সাধারণত মেডিক্যালি স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হত। এছাড়াও খেলাধুলা, বডি বিল্ডিং এবং পাওয়ারলিফটিংয়ে কর্মক্ষমতা বর্ধক হিসাবে ব্যবহৃত হয়। এর দ্বারা প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি পায়, যা চর্বিহীন পেশী ভর টিস্যু তৈরি হয়।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন সঞ্জিতা। পরে ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মেয়েদের ৫৩ কেজি বিভাগের স্বর্ণপদক জেতেন মণিপুরের তারকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন