৩৭ বছর পর শীর্ষ স্থান হারালেন গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। তাঁকে পিছনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন ডি গুকেশ।
ডি গুকেশ যে বিশ্বনাথন আনন্দকে পেছনে ফেলবেন তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। কারণ দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাঁকে। সেই সময়ই বোঝা যায় আনন্দকে টপকে যেতে পারেন তিনি।
ভারতের শীর্ষে রয়েছেন গুকেশ, দ্বিতীয় স্থানে রয়েছেন আনন্দ, তৃতীয় স্থানে রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বব্যাপী র্যাঙ্কিং-এ তিন ধাপ ওপরে উঠে অষ্টম স্থান দখল করেছেন গুকেশ। এই প্রথম শীর্ষ দশে এলেন তিনি। আনন্দ রয়েছেন নবম স্থানে। প্রজ্ঞানন্দ রয়েছেন ১৯ নম্বর স্থানে। ২৭ নম্বরে রয়েছেন বিদিত গুজরাটি এবং ২৯ নম্বরে আছেন অর্জুন এইগাইসি।
দাবার বিশ্ব র্যাঙ্কিং-র শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন, দ্বিতীয় স্থানে আমেরিকার কারুয়ানা ফ্যাবিয়ানো। তৃতীয় স্থানে আছেন আমেরিকারই নাকামুরা হিকারু। চতুর্থ স্থানে আছেন চীনের ডিং লিরেন। পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের ফিরৌজা অ্যালিরেজা।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জুলাই থেকে ভারতের এক নম্বর স্থান ধরে রেখেছিলেন বিশ্বনাথন আনন্দ। তবে তরুণ তারকা হিসেবে গুকেশ উঠে আসায় সকলেই অবাক হয়েছেন। কারণ তাঁর জন্ম ২০০৬ সালে অর্থাৎ বয়স মাত্র ১৭ বছর। এমনকি বিশ্বের প্রথম ১০০ জনের মধ্যেও তিনি সর্বকনিষ্ঠ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন