রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ কাকে করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছে বিসিসিআই। গৌতম গম্ভীর এবং আশিষ নেহেরার নাম কোচ হিসেবে উঠে এলেও তা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই এক্স মাধ্যমে কোচ নিয়ে একটি পোস্ট করে জল্পনা বাড়ালেন সৌরভ গাঙ্গুলি।
এবার কি ভারতীয় কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন বিসিসিআই সভপতি সৌরভ গাঙ্গুলিকে? 'দাদা'র এক পোস্টেই সেই জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে সৌরভ লেখেন, 'এক জনের জীবনে কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের নির্দেশনা, অক্লান্ত অনুশীলন মাঠের বাইরে অথবা মাঠের মধ্যে যে কোনও ব্যক্তির ভবিষ্যত জীবনে আমূল পরিবর্তন আনে। তাই বুদ্ধিমত্তার সাথেই কোচ এবং প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত'।
সৌরভ গাঙ্গুলির এই পোস্টের পরই জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সম্ভবত ভারতীয় দলের কোচ হবেন। তবে পোস্টের কোথাও তিনি ভারতীয় দল বা নিজের কোচ হওয়ার কথা উল্লেখ করেননি। আবার ঠিক কী বোঝাতে চাইলেন সেটাও পরিষ্কার নয়।
গত ২৭ মে ভারতীয় কোচের জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আপাতত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়ই। ভারতের কোচ বাছাই নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। সবদিক বিবেচনা করেই কোচ ঠিক করা হবে বলেই বোড সূত্রে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন