Daniel Medvedev: মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটিপি ক্রমতালিকার শীর্ষস্থান হারালেন দানিয়েল মেদভেদেভ

ইন্ডিয়ান ওয়েলসের ম্যাচে মেদভেদেভের বিপক্ষে দুরন্ত কামব্যাক করেন ফরাসী তারকা মনফিলস। প্রথম সেটে হেরে গেলেও শেষ দুই সেটে মেদভেদেভকে পাত্তা দেননি।
দানিয়েল মেদভেদেভ
দানিয়েল মেদভেদেভছবি সংগৃহীত
Published on

মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটিপি ক্রমতালিকার শীর্ষস্থান হারালেন রুশ টেনিস তারকা দানিয়েল মেদভেদেভ। ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে গেল মনফিলসের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি সিংহাসন চ্যুতও হলেন রাশিয়ান তারকা।

ইন্ডিয়ান ওয়েলসের ম্যাচে মেদভেদেভের বিপক্ষে দুরন্ত কামব্যাক করেন ফরাসী তারকা মনফিলস। প্রথম সেটে হেরে গেলেও শেষ দুই সেটে মেদভেদেভকে পাত্তা দেননি। প্রথম সেটে মেদভেদেভ জেতেন ৬-৪ ব্যবধানে। তবে এর পরের দুই সেটে ৬-৩, ৬-১ ব্যবধানে খড় কুটোর মতো রুশ তারকাকে উড়িয়ে দেন ৩৫ বর্ষীয় মনফিলস।

গত ২৮ ফেব্রুয়ারী ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে সরিয়ে এটিপি ক্রমতালিকার শীর্ষস্থান দখল করেছিলেন মেদভেদেভ। তবে সেই সিংহাসন বেশি দিন ধরে রাখা গেলো না। ফ্রেঞ্চ ম্যান মনফিলসের কাছে হেরে জকোভিচের রাস্তা প্রশস্ত করে দিলেন। মেদভেদেভ হেরে যাওয়ায় দ্বিতীয় স্থান থেকে পুনরায় শীর্ষে উত্থান হচ্ছে জকোভিচের।

দানিয়েল মেদভেদেভ
'শান্তি চাই', পুতিনের আগ্রাসী মনোভাবে উদ্বেগ জানিয়ে বার্তা রাশিয়ার টেনিস তারকাদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in