Sunrisers Hyderabad: অরেঞ্জ আর্মির সাথে সম্পর্ক শেষ ব্রায়ান লারার, নতুন হেড কোচ কে জানেন?

সোমবার হায়দরাবাদের পক্ষ থেকে বলা হয়, ব্রায়ান লারার সাথে আমাদের ২ বছরের সম্পর্ক শেষ হয়েছে। আমরা তাঁকে বিদায় জানাই। সাইরাইজার্সে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ।
ব্রায়ান লারা
ব্রায়ান লারাছবি - সান্রাইজার্সের ট্যুইটার
Published on

ব্রায়ান লারার সাথে সম্পর্ক ছিন্ন হলো সানরাইজার্স হায়দরাবাদের। অরেঞ্জ আর্মির নতুন হেড কোচ হলেন কিউই তারকা ড্যানিয়েল ভেত্তোরি। সোমবার নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করলো হায়দরাবাদ।

সোমবার হায়দরাবাদের পক্ষ থেকে বলা হয়, 'ব্রায়ান লারার সাথে আমাদের ২ বছরের সম্পর্ক শেষ হয়েছে। আমরা তাঁকে বিদায় জানাই। সানরাইজার্সে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভবিষ্যত পরিকল্পনার জন্য অনেক শুভকামনা রইলো'।

২০২২ সালে টম মুডির জায়গায় অরেঞ্জ আর্মির দায়িত্ব নিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। তবে লারার অধীনে ২০২৩ আইপিএল-এ খুব একটা ভালো ফল করতে পারেনি হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের 'লাস্ট বয়' হয় তারা। ১৪ ম্যাচের মধ্যে ১০টি হার ও ৪টিতে জয় পেয়েছিল ব্রায়ান লারার ছেলেরা।

পাশাপাশি নতুন হেড কোচের ঘোষণাও করে দিল অরেঞ্জ আর্মি। নতুন হেড কোচ হলেন ড্যানিয়েল ভেত্তোরি। কোচ হিসেবে আইপিএলে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কিউই তারকা। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং করেছিলেন তিনি। যার মধ্যে ২০১৫ সালে আইপিএলের প্লে-অফে এবং ২০১৬ সালে ফাইনালে উঠেছিল আরসিবি।

বর্তমানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে কোচিং করাচ্ছেন ভেত্তোরি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সহকারী কোচের ভূমিকাতেও তাঁকে দেখা গেছিল। এছাড়া বাংলাদেশের স্পিন পরামর্শদাতা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ব্রায়ান লারা
ICC World Cup 23: প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে নেই এই তারকা!
ব্রায়ান লারা
বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশীপে ইতিহাস! ভারতের হয়ে সোনা জয় ১৭ বছরের অদিতির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in