IND vs SL: জয়বর্ধনে ও সাঙ্গাকারার রেকর্ড ভেঙে T20 ফর্ম্যাটে নজির দাসুন শনাকার

বৃহস্পতিবার শনাকার ঝোড়ো ইনিংসের সাক্ষী থাকলো গোটা এমসিএ স্টেডিয়াম। মাত্র ২০ বলে ৫০ রান করলেন তিনি।
দাসুন শনাকা
দাসুন শনাকাছবি - শ্রীলঙ্কা ক্রিকেটের ট্যুইটার হ্যান্ডেল
Published on

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুধুমাত্র শ্রীলঙ্কাকে জেতালেনই না, সাথে গড়লেন রেকর্ডও। লঙ্কান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন অধিনায়ক দাসুন শনাকা।

বলা যেতে পারে স্বপ্নের ফর্মে রয়েছেন দাসুন শনাকা। বৃহস্পতিবার তাঁর ঝোড়ো ইনিংসের সাক্ষী থাকলো গোটা এমসিএ স্টেডিয়াম। মাত্র ২০ বলে ৫০ রান করলেন তিনি। এতদিন লঙ্কান ক্রিকেটার হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল মহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারার দখলে। দুজনেই ৫০ রান করেছিলেন ২১ বলে।

২০০৭ সালে কেনিয়ার বিরুদ্ধে জয়বর্ধনে করেছিলেন ২৭ বলে ৬৫ রান। তবে তাঁর হাফ সেঞ্চুরি এসেছিল ২১ বলে। ২০০৯ সালে কুমার সাঙ্গাকারা ভারতের বিরুদ্ধে নাগপুরে ৩৭ বলে ৬৫ রান করেছিলেন। ৫০ রান করেছিলেন ২১ বলে। তাঁদের পরেই আছেন কুশল পেরেরা। তিনিও ভারতের বিরুদ্ধেই কলম্বোতে ২২ বলে অর্ধশতরান করেছিলেন।

২০০৬ সালে ২৩ বলে হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন সনৎ জয়সূর্য। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। একই সংখ্যক বল (২৩) খেলে ৫০ রান করেন তিলকরত্নে দিলশন। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ২৫ বলে বাংলাদেশের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন কুশল মেন্ডিস ( মিরপুর, ২০১৮ সাল)। ওই একই সংখ্যক বলে ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন দাসুন শনাকা।

গতকাল ম্যাচে শুধু ব্যাটেই নয় বোলিং-এও জ্বলে ওঠেন শনাকা। শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে অক্ষর প্যাটেল ও শিবম মাভির উইকেট তুলে নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচও বেছে নেওয়া হয় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে।

দাসুন শনাকা
Hockey Men's World Cup: ওড়িশায় হকি বিশ্বকাপের আসর, ভারতীয়দের জন্য টিকিটের মূল্য কত জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in